ভোগ রেঁধে মাতৃ আরাধনায় মুখ্যমন্ত্রী

শাস্ত্রীয় নিয়ম মেনে যজ্ঞ করলেন অভিষেক

Must read

প্রতিবেদন : কালীপুজোতে (Kali puja- Mamata Banerjee) এক আলোকোজ্জ্বল পরিবেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কালীঘাটের বাড়িতে রবিবার সকাল থেকেই এক অন্যরকম পরিবেশ। তারকা-সমাবেশে একদিকে ভক্তির ভাবগম্ভীর আবহ, অন্যদিকে উচ্ছ্বাসের ঢেউ। নিজের হাতে পুজোর আয়োজন করলেন জননেত্রী। জোগাড়-যন্ত্রের পাশাপাশি পুরোহিতের দিকে এগিয়ে দিলেন পুজোর উপাচার। ভোগও রাঁধলেন নিজের হাতে। সঙ্গে বাড়ির মহিলারা। প্রতিমার সামনে বসে বাজালেন কাঁসরঘণ্টা। পঞ্চপ্রদীপ এবং কর্পূরদানির প্রজ্জ্বলিত শিখা অতিথিদের দিকে এগিয়ে দিলেন তাপ নেওয়ার জন্য। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শক্তির আরাধনায় যোগ দিয়েছেন সপরিবারে। দিলেন যজ্ঞাহুতি। পুজোয় ছিলেন পুরীর দয়িতাপতিও।
মুখ্যমন্ত্রীর (Kali puja- Mamata Banerjee) বাড়ির পুজোয় এদিন এসেছিলেন দলের সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ, ডাঃ শান্তনু সেন, সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী, জুন মালিয়া, বৈশ্বানর চট্টোপাধ্যায়, রত্না চট্টোপাধ্যায়, দোলা সেন, কাঞ্চন মল্লিক, অরূপ চক্রবর্তী প্রমুখ। এসেছিলেন রাজ্য প্রশাসনের সমস্ত পদস্থ আমলা, নগরপাল বিনীত গোয়েল-সহ পদস্থ পুলিশ কর্তারা। এসেছিলেন অভিনেতা-অভিনেত্রীরাও। ছিলেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ পরিজনেরা৷ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরাও এসেছেন। সবমিলিয়ে এক ব্যতিক্রমী দীপাবলির সন্ধ্যা মুখ্যমন্ত্রীর বাড়িতে।

আরও পড়ুন-ভ্রাতৃদ্বিতীয়ার পর আসছে ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টিও!

Latest article