সব বিকল্প খোলা রাখছি: রোহিত

Must read

বেঙ্গালুরু : চলতি বিশ্বকাপে টিম ইন্ডিয়া যে ছন্দে রয়েছে, তাতে নয়ে নয় করে সেমিফাইনালে ওঠা প্রত্যাশিতই ছিল। যেটা চোখ রগড়ে দেখতে হচ্ছে, সেটা হল বিরাট কোহলি ও রোহিত শর্মার (Rohit Sharma) নামের পাশে একটি করে উইকেট!
স্কোরবোর্ড বলছে, বিরাট হাত ঘুরিয়েছেন তিন ওভার। রোহিত পাঁচ বল। শুভমন গিল ও সূর্যকুমার যাদব করেছেন দু’টি করে ওভার। ম্যাচের পর কোচ রাহুল দ্রাবিড় হাসিমুখে বলে গেলেন, আশা করি প্রয়োজন হবে না। তবুও সাবধানের মার নেই। আসল ব্যাপারটা হল, হার্দিক পান্ডিয়া ছিটকে যাওয়ার পর ভারতীয় দল খেলছে ছয় নম্বর বোলার ছাড়াই। এখনও পর্যন্ত ষষ্ঠ বোলারের দরকার হয়নি। কিন্তু ওই যে, সাবধানের মার নেই।
অধিনায়ক রোহিতও (Rohit Sharma) কোনও রাখঢাক ছাড়াই বলে দিলেন, ষষ্ঠ বোলারের ব্যাপারটা সব সময় মাথায় রয়েছে। তাই বিকল্প হিসেবে সব রাস্তা খোলা রাখছি। এই ম্যাচে যেমন ন’জন বোলিং করল। টানা ন’ম্যাচ জিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দলের টানা আট ম্যাচ জেতার রেকর্ড টপকে গেলেন রোহিতরা। এবার সামনে অস্ট্রেলিয়ার টানা ১১টি বিশ্বকাপ ম্যাচ জয়ের নজির টপকানোর হাতছানি। রোহিত বলছেন, টুর্নামেন্টের শুরু থেকেই একটা একটা ম্যাচ ধরে এগোচ্ছি। এবার চোখ সেমিফাইনাল। রেকর্ড নিয়ে ভাবছি না।

আরও পড়ুন- শ্রেয়স-রাহুলে চারশো পার, অনায়াস জয়

Latest article