হাতছানি দেয় কাঞ্চনজঙ্ঘা

তবে খুব কমই এমন দর্শন মেলে। রোদের ছটায় বরফের চূড়ায় যেন হিরের জৌলুস। এই দৃশ্য দেখতে ভিড় করেছিলেন স্থানীয়রাও।

Must read

ঝলমলে আবহাওয়া। হাসছে সূর্য। লাটাগুড়ি থেকেই পরিষ্কার দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার (Kanchanjangha) । বৃহস্পতিবার একইভাবে ডুয়ার্সের গয়েরঘাটা, তিস্তাপাড় থেকেও পর্যটকেরা দেখা পেলেন শায়িত বুদ্ধের।

আরও পড়ুন-গাছের শরীরে বাউল যাদুবিন্দুর চেহারা, ভক্তরা দিচ্ছেন পুজো

কয়েকদিনের জন্য পাহাড় উপভোগ করতে গিয়ে পর্যটকেদের কাছে এ যে এক বাড়তি প্রাপ্তি তা বলার অপেক্ষা রাখে না। কাঞ্চনজঙ্ঘার রূপ বারবার উপভোগ করতেই উত্তরের পাহাড়ে ছুটে যান পর্যটকেরা। তবে খুব কমই এমন দর্শন মেলে। রোদের ছটায় বরফের চূড়ায় যেন হিরের জৌলুস। এই দৃশ্য দেখতে ভিড় করেছিলেন স্থানীয়রাও।

Latest article