পুলিশ হওয়ার স্বপ্নে থানায় কাজ শিখতে হাজির কন্যাশ্রীর দল

পুলিশ হওয়ার স্বপ্নে মশগুল কাটোয়ার পঞ্চাননতলা উচ্চবিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের একঝাঁক ছাত্রী। স্বপ্ন দেখা শুরু বছরখানেক আগে।

Must read

সংবাদদাতা, কাটোয়া : পুলিশ হওয়ার স্বপ্নে মশগুল কাটোয়ার পঞ্চাননতলা উচ্চবিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের একঝাঁক ছাত্রী। স্বপ্ন দেখা শুরু বছরখানেক আগে। পাড়ায় নাবালিকা বিয়ের তোড়জোড় চলছিল। খবর পেয়েই সঙ্গীদের নিয়ে বিয়েবাড়িতে হাজির হয় কন্যাশ্রী ক্লাবের সদস্য নিশা গড়াই। কনের বাবা প্রভাবশালী। নিশাদের প্রতিরোধকে আমল দেননি। বাধ্য হয়েই প্রধান শিক্ষকের সহযোগিতায় পুলিশের দ্বারস্থ হয় নিশাদের কন্যাশ্রী বাহিনী। পুলিশ আসতেই বরপক্ষ-কনেপক্ষ ভয়ে কেঁচো।

আরও পড়ুন-পাঁচমুড়ার টেরাকোটায় সাজবে উত্তরবঙ্গ থেকে দিল্লির মণ্ডপ

বন্ধ হয়ে যায় নাবালিকার বিয়ে। এই ঘটনা নিশার মনে এতটাই দাগ কাটে যে, বড় হয়ে পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে সে। একইভাবে সেদিনের নাবালিকা বিবাহ রোধ অভিযানে তার শরিক সহেলি পাল, অর্পিতা চক্রবর্তীরাও বড় হয়ে পুলিশ হতে চায়। সেই স্বপ্নপূরণে একধাপ পেরোল নিশা-সহেলিরা। কাটোয়া থানায় গিয়ে পুলিশের কাজকর্ম কীভাবে চলে তা দেখল। পঞ্চাননতলা স্কুলের কন্যাশ্রীদের পুলিশ হওয়ার স্বপ্নকে উসকে দিতে দিনভর তাদের পাশে থেকে থানার কাজকর্ম দেখালেন কাটোয়ার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি। তারা জানল, আইপিএস অফিসার বা সাব-ইন্সপেক্টর হতে গেলে কোন পরীক্ষায় বসতে হয়, তার প্রস্তুতি কীভাবে নিতে হয়।

Latest article