পাহাড়কে শান্ত রাখুন উন্নয়নের দায়িত্ব আমার: মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

“আপনারা শুধু পাহাড়কে শান্ত রাখুন উন্নয়নের দায়িত্ব আমি কাঁধে তুলে নিচ্ছি। কাজের জন্য আপনাদের বাইরে যেতে হবে না, গোটা পৃথিবী আপনাদের কাছে আসবে।” শুক্রবার কার্শিয়াঙের সভা থেকে এভাবেই পাহাড়বাসীকে আশ্বস্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। একইসঙ্গে নাম না করে অতীতে পাহাড়ে অশান্তির জন্য বিজেপিকে নিশানায় নিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- বিজেপির আচরণ প্রতিহিংসামূলক, সাংসদ পদ খারিজে মহুয়ার পাশে দাঁড়িয়ে তোপ দাগলেন দলনেত্রী

মাঝে মাঝেই নানান উস্কানিতে রীতিমতো অশান্ত হয়ে ওঠে শৈলশহর দার্জিলিং। অতীতের সেই ঘটনা স্মরণ করে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন, “কিছু লোক পাঁচ বছর অন্তর একবার করে জেগে ওঠে, পাহাড়কে অশান্ত করার চেষ্টা করে। অশান্তি হলে শিল্পপতিরা বিনিয়োগ করবে কেন? তাই আমি আপনাদের বলে যাচ্ছি, পাহাড়কে শান্ত রাখার দায়িত্ব আপনারা নিন, উন্নয়নের দায়িত্ব আমার।” নাম না করে সরাসরি বিজেপিকে আক্রমণ শানিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোটের সময় অনেকে আসে, অনেক লোভ দেখিয়ে যায়। অ্যাকাউন্টে লাখ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু কিচ্ছু করে না। আমাদের রক্তে রয়েছে, প্রতিজ্ঞা কীভাবে রক্ষা করতে হয়, আমরা সেটা জানি।”

Latest article