দু’বছর বয়সেই রেকর্ড, বিস্ময়-শিশু অভিমন্যুর

মহাভারতের অভিমন্যুর মতোই দু’বছর বয়সি দুর্গাপুরের অভিমন্যু এই বয়সেই অসাধারণ পারদর্শী হয়ে উঠেছে সাধারণ জ্ঞানে।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : মহাভারতের অভিমন্যু শৈশবেই হয়ে ওঠেন অস্ত্রবিদ্যায় পারদর্শী। কথিত যে, মাতৃজঠরে থাকাকালীনই তিনি নাকি শাস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছিলেন। শিখেছিলেন শাস্ত্রবিদ্যার নানান গুহ্য তত্ত্ব। মহাভারতের অভিমন্যুর মতোই দু’বছর বয়সি দুর্গাপুরের অভিমন্যু এই বয়সেই অসাধারণ পারদর্শী হয়ে উঠেছে সাধারণ জ্ঞানে।

আরও পড়ুন-দারিদ্র ও শিশুমৃত্যু কমেছে পশ্চিমবঙ্গে, স্বীকার করল কেন্দ্র

না দেখলে, নিজের কানে না শুনলে কেউ বিশ্বাসই করতে পারবেন না মাত্র দু’বছর দু’মাস বয়স যে শিশুর, সে কিনা একনাগাড়ে নির্ভুলভাবে বলে দিচ্ছে ভারতের সমস্ত রাজ্যের রাজধানী, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা প্রভৃতি মহাদেশের বেশ কিছু দেশের রাজধানী কিংবা কারেন্সির নাম! দশ মিনিটে ৯৮টি রাজধানী ইত্যাদির নাম নির্ভুলভালে বলে দেওয়ার বিরল কৃতিত্বের জন্য এই খুদে অভিমন্যুকে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ শংসাপত্র, মেডেল এবং সংস্থার ছাপা বিভিন্ন বই পুরস্কার দিয়ে স্বীকৃতি জানিয়েছে।

আরও পড়ুন-ভাঙনের কারণ কেন্দ্রের বঞ্চনা

দুর্গাপুরের বিধাননগর জোনাল সেন্টার এলাকার বাসিন্দা সঞ্জয় নন্দী ও সুস্মিতা নন্দীর ছেলে অভিমন্যুর এই বিস্ময়কর প্রতিভার কথা জানতে পেরে বহু মানুষ ভিড় জমাচ্ছেন বাড়িতে। সুস্মিতা দেবী বলেন, ‘‘এমনিই খেলার ছলে ওকে কখনও কখনও রাজ্য, দেশের রাজধানী ইত্যাদির নাম বলা হত, একবার শুনেই বেশ কিছুদিন পরেও নির্ভুলভাবে বলে দিতে পারে ও।” এই বিস্ময়কর প্রতিভার কথা জানিয়ে একটি দশ মিনিটের ভিডিও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের কাছে পাঠানো হয়। তাতেই কেল্লা ফতে। শ্রুতিধর এই বিস্ময়-শিশুই হয়ে উঠেছে ‘টক অফ দ্য সিটি’।

Latest article