কলকাতার বিভিন্ন স্কুলে ভুয়ো চিঠি, সতর্কবার্তা কলকাতা পুলিশের

স্বাভাবিকভাবেই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলগুলিতে এবং অভিভাবক মহলে। স্কুলের দরজা খুলে শুরু হয় অনুসন্ধান।

Must read

একটি নয়, কলকাতার (Kolkata) একাধিক স্কুলে চিঠি দিয়ে জানানো হয় স্কুলের ক্লাসরুমে আছে বোমা। সকাল হলে হবে বিস্ফোরণ। স্বাভাবিকভাবেই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলগুলিতে এবং অভিভাবক মহলে। স্কুলের দরজা খুলে শুরু হয় অনুসন্ধান। যদিও সোমবার বিকেল পর্যন্ত কোনও স্কুলে কোনও বোমা পাওয়া যায়নি। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগকে এই বিষয়ে জানানো হলে পুলিশের তরফে অনুসন্ধান শুরু হয়। কারা এই মেল পাঠাল, কেনই বা পাঠানো হল, যদিও সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। মেইলে দুটি নাম রয়েছে ডল ও চ্যাং। ‘হ্যাপিহটডগ১০১’ নামের একটি ইমেল আইডি থেকে রাজ্যের বিভিন্ন স্কুলকে হুমকি চিঠি পাঠানো হয়েছে বলেই খবর।

আরও পড়ুন-বজ্রবিদ্যুতের ভয় ও বরাভয়

রবিবার রাত ১২ টার পর স্কুলগুলির মেল আইডি-তে মেল ঢুকতে শুরু করে। সেই মেলে লেখা ছিল, “প্রত্যেক ক্লাসরুমে বোম প্লান্ট করা আছে। এক নিমেষে বিস্ফোরণ ঘটানো হবে। যখন সবাই স্কুলে থাকবে, তখনই ঘটবে বিস্ফোরণ। রক্তের বন্যায় ভেসে যাবে সবাই।” জানা গিয়েছে, অভিনব ভারতী হাই স্কুল সহ কলকাতার বেশ কয়েকটি স্কুলে এই বোমাতঙ্ক ছড়িয়েছে। স্কুলের প্রিন্সিপাল এই মর্মে জানান, ভোর রাত থেকে মেলগুলো আসতে শুরু করে। স্কুলের শ্রেণিকক্ষগুলোয় খোঁজ করা হয়েছে। তবে মেলগুলো ভুয়ো বলেই মনে করা হচ্ছে। স্কুলের পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে কোনও চিন্তার কারণ নেই।

আরও পড়ুন-আজ ফের বোসের কাছে

যদিও কলকাতা পুলিশের তরফে এই বিষয়ে সতর্ক করা হয়েছে এবং নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে তারা একটি পোস্ট করে সকলকে অবগত করেছে যে এটি ভুয়ো বলেই তারা মনে করছে। এর আগে এরকম ঘটনা চেন্নাই ও ব্যাঙ্গালুরুর বেশ কয়েকটি স্কুলে হয়েছে। ইতিমধ্যেই একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।

Latest article