সাক্ষীদের পাশে কুম্বলে-ভাজ্জি

প্রসঙ্গত, নিজেদের যাবতীয় পদক গঙ্গায় বিসর্জন দেবেন বলে হরিদ্বারে পৌঁছে গিয়েছিলেন সাক্ষীরা। সন্ধ্যা ছ’টায় সময় সেটা করার কথা ছিল।

Must read

নয়াদিল্লি, ৩০ মে : সময় যত গড়াচ্ছে, ততই প্রতিবাদী কুস্তিগিরদের লড়াই আরও জোরদার হচ্ছে। সাক্ষী মালিক, বিনেশ ফোগট, বজরং পুনিয়াদের পাশে এসে দাঁড়াচ্ছেন অন্যান্য ভারতীয় ক্রীড়াবিদরাও। কুস্তিগিরদের আন্দোলনে পুলিশি তাণ্ডবের বিরুদ্ধে এর আগে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন নীরজ চোপড়া, বিজেন্দ্র সিং, সুনীল ছেত্রী, অভিনব বিন্দ্রা, ইরফান পাঠানের মতো বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের প্রাক্তন এবং বর্তমান তারকারা।

আরও পড়ুন-কলকাতা লিগে প্রিমিয়ার ‘এ’ ও ‘বি’ মিশে গেল, ডায়মন্ড হারবারের প্রতিপক্ষ তিন প্রধানও

মঙ্গলবার প্রতিবাদী কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে সোচ্চার হলেন দুই প্রাক্তন ক্রিকেট তারকা অনিল কুম্বলে এবং হরভজন সিং। কুম্বলে ট্যুইট করেছেন, ‘আন্তর্জাতিক মঞ্চে পদকজয়ী কুস্তিগিরদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা মোটেই ঠিক নয়। কথা বলে সব কিছুর সুরাহা করা সম্ভব। আশা করি, খুব দ্রুত যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে।’ আরেক প্রাক্তন ক্রিকেট তারকা হরভজন ট্যুইট করেছেন, ‘সাক্ষীরা দেশের গর্ব। ওদের রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে দেখে খুব কষ্ট হচ্ছে। আশা করি, ওরা সুবিচার পাবে।’

আরও পড়ুন-এটাই অবসরের সেরা সময়, কিন্তু…আর একটা বছর, আমার উপহার: ধোনি

প্রসঙ্গত, নিজেদের যাবতীয় পদক গঙ্গায় বিসর্জন দেবেন বলে হরিদ্বারে পৌঁছে গিয়েছিলেন সাক্ষীরা। সন্ধ্যা ছ’টায় সময় সেটা করার কথা ছিল। এদিন হরিদ্বারে পৌঁছে মিডিয়ার মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়েন সাক্ষী, বিনেশরা। যদিও শেষ পর্যন্ত কৃষক নেতা নরেশ টিকায়েতের অনুরোধে সেই পদক্ষেপ নেওয়া থেকে আপাতত সরে এসেছেন প্রতিবাদী কুস্তিগিররা। তবে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিয়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্রকে পাঁচদিন সময় দিয়েছেন তাঁরা। সব মিলিয়ে সাক্ষীদের আন্দোলনে আন্দোলিত দেশ।

Latest article