শৌচাগারে চিতাবাঘ ! হুলস্থুল কোচবিহারে

Must read

সংবাদদাতা, কোচবিহার : সাতসকালেই বাড়ির মধ্যে চিতাবাঘ। আর যেখানে–সেখানে নয় শৌচাগারের সামনে থানা গেড়ে বসে। তাই নিয়ে হুলস্থুল কাণ্ড কোচবিহারে। ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে চিতাবাঘটি (Leopard)। সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। শেষমেশ বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় ধরা পড়ল সেই চিতাবাঘটি।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কোচবিহার কোতোয়ালি থানার কলাবাগান এলাকায় নির্মীয়মাণ বাড়িতে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ (Leopard) দেখতে পান স্থানীয় বাসিন্দারা। চিতাবাঘের খবর চাউর হতেই কলাবাগান এলাকায় স্থানীয় এবং আশপাশের উৎসাহী মানুষ ভিড় জমান। খবর পেয়ে এলাকায় পৌঁছয় কোচবিহার বনদফতর এবং কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।

আরও পড়ুন – টাকিতে ভেষজ উদ্যান 

মানুষের কোলাহলে বাঘটি নির্মীয়মাণ বাড়ি থেকে ওই এলাকার বাসিন্দা মনোজ সরকারের বাড়ির পেছন দিকে বাথরুমে আশ্রয় নেয়। চিতাবাঘ দেখতে ভিড় করেছিল এলাকাবাসী। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় ১৪৪ ধারা জারি করে কোতোয়ালি থানার পুলিশ। তারপর সেই বাথরুমের দরজা বন্ধ করে দেন বনকর্মীরা। ড্রিল মেশিন দিয়ে বাথরুমের দরজা ফুটো করে বনকর্মীরা বাঘটির শরীরে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে কাবু করেন। এলাকায় কোনও অনিষ্ট না হওয়ায় বনকর্মী, পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। কোচবিহারের বনাধিকারিক সঞ্জীবকুমার সাহা বলেন, ‘পাতলাখাওয়া অথবা জলদাপাড়া জঙ্গল থেকে এই চিতাবাঘটি লোকালয়ে এসেছে বলে প্রাথমিক অনুমান। এই চিতাবাঘেদের প্রিয় খাদ্য পথকুকুর। সেই কুকুরের খোঁজেই এসেছিল। বাঘটির স্বাস্থ্যপরীক্ষা করে জলদাপাড়া অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে।

Latest article