দার্জিলিঙের মতো কার্শিয়াঙের উন্নয়নেও একগুচ্ছ উদ্যোগ

পর্যটকদের নতুন পাহাড় উপহার দিতে নেওয়া হচ্ছে একগুচ্ছ উদ্যোগ। এই মর্মে দার্জিলঙের মতো কার্শিয়াঙেও নেওয়া হয়েছে ব্যবস্থা।

Must read

প্রতিবেদন : পর্যটকদের নতুন পাহাড় উপহার দিতে নেওয়া হচ্ছে একগুচ্ছ উদ্যোগ। এই মর্মে দার্জিলঙের মতো কার্শিয়াঙেও নেওয়া হয়েছে ব্যবস্থা। দার্জিলিং, কালিম্পং, মিরিক, কার্শিয়াং-সহ পর্যটন কেন্দ্রগুলির সঙ্গে বিকল্প গলি বা বাইপাস রোড তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে জিটিএ চিফ এক্সিকিউটিভ অনিত থাপা জানিয়েছেন, পর্যটনকেন্দ্রগুলির সঙ্গে দার্জিলিং বা পাহাড়ের যে কোনও পর্যটন কেন্দ্রের প্রধান রুটকে সংযুক্ত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন-শহরের ঘিঞ্জি এলাকার আগুন নেভাতে আরও ২০টি ছোট গাড়ি

এই বিষয়গুলি নিয়ে ইতিমধ্যেই হয়েছে বৈঠকও। মূলত ক্লিন অ্যান্ড গ্রিন দার্জিলিং উপহার দিতেই নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। একাধিক পরিকল্পনাকে বাস্তবায়িত করতেই বন্ধ হয়ে থাকা ট্যাক্স ফের চালু করতে চলেছে কার্শিয়াংও। উল্লেখ্য, দার্জিলিং পুরসভার উদ্যোগে আগে থেকেই ট্যাক্স নেওয়া হত। যা গত ৩০ বছর ধরে লাগু ছিল। কিন্তু মাঝে গোর্খা জনমুক্তি মোর্চা ও হামরো পার্টি বোর্ডে থেকেও ট্যাক্স সংগ্রহ করত না। পুর আইন মেনে সেই ট্যাক্স আবার লাগু করা হচ্ছে বাসিন্দাদের সম্মতিতেই। কার্শিয়াঙে পুরসভার বোর্ড নেই। পরিচালনার দায়িত্বে রয়েছে প্রশাসকমণ্ডলী। শহরকে পরিচ্ছন্ন করতে দার্জিলিঙ পুরসভার মতোই এখানেও ফের কর চালু হচ্ছে।

Latest article