শিলাবৃষ্টিতে কোটি টাকার ক্ষতি

Must read

কার্তিক ঘোষ, বাঁকুড়া : গোটা বাঁকুড়া জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি হল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত। সঙ্গে দক্ষিণ বাঁকুড়ার (Bankura) প্রায় সর্বত্রই শিলাবৃষ্টি হয়। যার জেরে কয়েক কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। প্রবল ঝড়ের সঙ্গে বৃষ্টি এবং মুহুর্মুহু বজ্রপাতে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। খাতড়া মহকুমা এলাকার বিভিন্ন গ্রামে যোগাযোগ করে জানা গিয়েছে, প্রচুর টিন এবং অ্যাসবেস্টসের ছাদ ভেঙেছে বড় মাপের শিলাবৃষ্টির ফলে। নিমাইপুর গ্রামের যুবক মিলন কিসকু জানালেন, এক-একটি শিলার ওজন ছিল ১০০ গ্রামের উপরে। সারেঙ্গা গ্রাম পঞ্চায়েত কর্মী দীপক গড়াই জানালেন, গ্রামের তিনশোর বেশি বাড়ির টিন ও অ্যাসবেস্টসের ছাউনির একটিও আস্ত নেই। সারেঙ্গার কোথাও কোথাও এক-একটি শিলার ওজন ২৫০ গ্রামের উপরে ছিল। রায়পুরের গণেশ মাহাতো জানালেন, সরষে এবং আলু-সহ অন্যান্য ফসল শিলাবৃষ্টির ফলে মাটিতে মিশে গিয়েছে। সাধারণ মানুষের মাথায় হাত। ক্ষতির পরিমাণ সঠিকভাবে বলা যাবে না। রাত ১১টা পর্যন্ত প্রবল ঝড়ের সঙ্গে পাঁচদফায় প্রবল বৃষ্টি হয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে, খুঁটি পড়ে গিয়েছে। বড় বড় গাছ ভেঙে পড়েছে রাস্তার উপর। গ্রামে শিলার আঘাতে প্রচুর পাখিও মারা গিয়েছে। সারেঙ্গার বিডিও ফাহিম আলম, (Bankura) সিমলাপালের বিডিও অরিজিৎ দাস জানালেন, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তার পরিমাণ নিরূপণ করতে সময় লাগবে।

Latest article