পার্কসার্কাস ময়দানে শুরু হল মহামিলনের উৎসব

রক্তদান, চক্ষু–স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করবে সরকারি–বেসরকারি চিকিৎসা দল৷ শিশুদের জন্য থাকছে ‘কিডস জোন’৷

Must read

নাজির হোসেন লস্কর: বাংলার শিকড়ে গাঁথা সৌভ্রাতৃত্ব ও পারস্পরিক মিলনের ঐতিহ্যকে সামনে রেখেই শুক্রবার শুরু হল ‘মিলন উৎসব ২০২৩’৷ আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ ছিলেন একাধিক মন্ত্রী–আমলা৷ মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পরিকল্পনায় আয়োজিত এই উৎসবের মঞ্চ এখন সম্প্রীতির মিলনক্ষেত্র৷ ভাঙড় মাদ্রাসা ও আঞ্জুমান ইসলামিয়া গার্লস স্কুলের পড়ুয়ারা গাইলেন উদ্বোধনী সংগীত৷ পার্কসার্কাস ময়দানে চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রব্বানী, জাভেদ আহমেদ খান, বাবুল সুপ্রিয়, সাংসদ নাদিমুল হক, প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরান, এমডিএফসি–র চেয়ারম্যান গোলাম আলি আনসারি, সচিব শাকিল আহমেদ, আবু তাহের কামরুদ্দিন, মৃগাঙ্ক বিশ্বাস, মুহাম্মদ নকি–সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা৷

আরও পড়ুন-সুন্দরবনের দেব-দেবীর মিথ : সম্প্রীতির প্রতীক

রাজ্যে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের পারস্পরিক আদানপ্রদান ফি বছর ফুটিয়ে তোলে সংখ্যালঘু দফতরের অধীনস্থ সংস্থা পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম৷ বাংলার নানা সংস্কৃতির বৈচিত্রই ধরা পড়ে এই ‘মিলন উৎসব’–এ। হস্তশিল্প মেলা বা সাংস্কৃতিক মিলনোৎসবের পাশাপাশি থাকছে নিখরচায় কেরিয়ার কাউন্সেলিং-এর সুযোগও৷ রক্তদান, চক্ষু–স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করবে সরকারি–বেসরকারি চিকিৎসা দল৷ শিশুদের জন্য থাকছে ‘কিডস জোন’৷ প্রদর্শিত হবে লেজার শো, ভার্চুয়াল রিয়েলিটি শো–সহ বিভিন্ন বিজ্ঞান–প্রযুক্তি৷ মূলমঞ্চে নানা অনুষ্ঠানে থাকছে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, ক্যুইজ, বক্তৃতার পাশাপাশি নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা৷ উল্লেখযোগ্যভাবে নজর থাকছে চাকরির খোঁজে থাকা যুবক-যুবতীদের জন্য ‘জব ফেয়ার’।

আরও পড়ুন-দিনের কবিতা

মেলাপ্রাঙ্গণ থেকে প্রতি বছর বিভিন্ন সংস্থায় কয়েক হাজার কর্মসংস্থান মেলে চাকরিপ্রার্থীদের৷ এ বছর ৫৮টি কর্পোরেট সংস্থা বিভিন্ন বিভাগে চাকরির জন্য ৮৪৯২টি শূন্যপদ তৈরি করেছে৷ মেলা প্রাঙ্গণে বিভিন্ন জেলা থেকে আগত স্বনির্ভর গোষ্ঠীদের নানা পসরা সাজিয়ে রেখেছে স্টলে স্টলে৷ রয়েছে বেনফিস, সুফল বাংলা, বাংলার ডেয়ারির স্টলও৷ মেলার আরেক প্রান্তে সুস্বাদু খাবারের গন্ধে ম–ম করে ফুড কোর্ট৷ কেট, পেস্ট্রি, সিমাই, লাচ্চার মতো মিষ্টান্নর পাশাপাশি চিকেন–মাটন রোস্ট, কাবাব, নানখাতাই, বাখরখানি, নিহারি–সহ নানা ধরনের খাবারের স্বাদে-গন্ধে জিভে জল আসবেই৷ তাই বলা যায়, এক সপ্তাহ ধরে পার্কসার্কাস ময়দান জমজমাট হয়ে উঠবে বৈচিত্রের মাঝে মহামিলনের উৎসবের মধ্য দিয়ে৷

Latest article