বোম মেরে ওড়ানো হবে কলকাতার ২০০ স্কুল! হুমকি-মেলের পর পদক্ষেপ লালবাজারের

Must read

লোকসভা নির্বাচনের আরও কয়েকদিন বাকি তার আগে ইচ্ছাকৃতভাবে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। কলকাতার (Kolkata) ২০০টি স্কুলে বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি জঙ্গিদের। লালবাজারে খবর পৌঁছনর পরই স্কুলগুলিতে পৌঁছেছে বম্ব স্কোয়াড। ২ জঙ্গির নামে রবিবার গভীর রাতে ই-মেল করে হুমকি দেওয়া হয়। সূত্রের খবর, ‘doll’-এর তরফ রবিবার রাত ১২ টা ২৪ নাগাদ স্কুলগুলিতে ইমেল করে হুমকি দেওয়া হয়, ক্লাসরুমে টাইমার লাগানো বোমা রাখা হয়েছে। সকালের যখন স্কুলে পড়ুয়ারা থাকবে, তখনই বিস্ফোরণ করানো হবে। একসঙ্গে বহু মানুষকে প্রাণে মারাই তাদের উদ্দেশ্য বলে চিং ও ডলের নামে ২ জঙ্গি লিখেছে। ঘটনা প্রবল উত্তেজনা ছড়ায়। খবর যায় লালবাজারে। ইতিমধ্যেই স্কুলগুলিতে পুলিশের তরফে সতর্ক করা হয়েছে। তবে হুমকি মেলটি ভুয়ো হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

আরও পড়ুন- ৭ বছর পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আমেরিকায়, বিশেষ বিমান পাঠাচ্ছে নাসা

এর আগে জানুয়ারি মাসে জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল এক জঙ্গি সংগঠন। সেই সময় কলকাতা (Kolkata) পুলিশে জানায় মিউজিয়াম কর্তৃপক্ষ। ইন্ডিয়ান মিউজিয়ামে যান পুলিশের শীর্ষ আধিকারিকরা। যায় বম্ব স্কোয়াডও। দ্রুত মিউজিয়াম খালি করে দেওয়া হয়। কিন্তু তল্লাশিতে কোনও বোমা পাওয়া যায়নি।

Latest article