নারীশক্তির জয়গান মহিলা মিছিলে: আজ রাজপথে নেত্রী সঙ্গে অভিষেক

দুপুর ২টো, কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং

Must read

প্রতিবেদন : নারী দিবসকে সামনে রেখে আজ বৃহস্পতিবার শহরের রাজপথে নামবে জনতার ঢল। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata banerjee- Abhishek banerjee) নেতৃত্বে হবে পদযাত্রা। সঙ্গে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আজ দুপুর ২টোয় কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হবে এই মিছিল। পা মেলাবে গোটা শহর। বিজেপির মতো শুধু মুখে নারী সশক্তীকরণের ভাষণ নয়। কাজেও করতে হয়— তার উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee- Abhishek banerjee) নিজেই। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সাংগঠনিক পদে, বিধানসভায়, লোকসভায়, মন্ত্রিসভায়— সব ক্ষেত্রেই মহিলাদের সামনের সারিতে এগিয়ে দিয়েছেন তিনি। দেশের কোনও রাজনৈতিক দল কিংবা দলের প্রধান হিসেবে এই কাজ কেউ করে দেখাতে পারেননি। কীভাবে নারীদের উৎসাহ জোগাতে হয়, রোজগার বাড়াতে হয়, সামনের সারিতে তুলে আনতে হয় হাতে-কলমে করে দেখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের ক্ষেত্রে দিদি নিশ্চিতভাবে পথিকৃৎ।
মহিলাদের নিয়ে তাঁর একের পর এক সিদ্ধান্ত তা সে লক্ষ্মীর ভাণ্ডার হোক কিংবা কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী— সবেতেই এগিয়ে বাংলা। আন্তর্জাতিক মঞ্চেও তাই মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলার নারীদের জয়জয়কার। আন্তর্জাতিক সম্মান ছিনিয়ে নিয়েছে কন্যাশ্রী। নারী দিবস ৮ মার্চের আগের দিন কলকাতার রাজপথে হাঁটবেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-অপপ্রচারের ১০ জবাব তৃণমূলের

Latest article