অন্নপূর্ণা অন্ত্যোদয় যোজনায় যুক্ত হচ্ছে আরও ৬৫ হাজার পরিবার

Must read

প্রতিবেদন : রাজ্য সরকার লোকসভা ভোটের আগে আরও ৬৫ হাজার পরিবারকে অন্নপূর্ণা অন্ত্যোদয় যোজনার (Annapurna Antyodaya Yojana) রেশন কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে রাজ্যের ১ লক্ষ ৭০ হাজার দরিদ্র পরিবার উপকৃত হবে। এজন্য চলতি মাসের ১০ তারিখের মধ্যে প্রতিটি জেলা প্রশাসনকে সংশ্লিষ্ট জেলার আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের নতুন তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সেই মাপকাঠিতেই এই কার্ড বণ্টন করা হবে বলে খাদ্য দফতর সূত্রে জানা গেছে। জাতীয় খাদ্য সুরক্ষা যোজনায় আমাদের রাজ্যে ৬ কোটি রেশন কার্ড আছে। এর মধ্যে রয়েছে, এএওয়াই অর্থাৎ অন্নপূর্ণা অন্ত্যোদয় যোজনা, এসপিএইচএইচ এবং আর পিএইচএইচ। এদের মধ্যে এএওয়াই রেশন কার্ড পরিবার ভিত্তিক। অর্থাৎ পরিবারের জন্য একটাই কার্ড। আর্থিকভাবে অত্যন্ত দুর্বল পরিবারের জন্য এই প্রকল্পে চাল গম মিলিয়ে মাসে ৩৫ কেজি দেওয়া হয় বিনামূল্যে। এছাড়াও সময়ে সময়ে এই প্রকল্পের উপভোক্তাদের চিনি ও অন্যান্য খাদ্য সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। রাজ্যের ৬৫ লক্ষ পরিবার ইতিমধ্যে এই প্রকল্পের পরিষেবা পেয়ে থাকেন। এবার আরও ৬৫ লক্ষ পরিবারকে এই অন্নপূর্ণা অন্ত্যোদয় যোজনার (Annapurna Antyodaya Yojana) অধীনে আনা হচ্ছে।

আরও পড়ুন- নারীশক্তির জয়গান মহিলা মিছিলে: আজ রাজপথে নেত্রী সঙ্গে অভিষেক

Latest article