শরদ-আদিত্যর সঙ্গে সাক্ষাৎ করে তরুণ শিল্পোদ্যোগীদের আহ্বান জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার রাতে মুম্বই পৌঁছনোর কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাণিজ্য নগরীতে তৃণমূল শীর্ষ নেতৃত্বের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের।

Must read

উদ্ধব ঠাকরে পুত্র আদিত্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তাঁর হোটেলে আসবেন। এছাড়াও এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেখা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-Dharna: আগামীকাল থেকে গান্ধী মূর্তির সামনে ধর্নায় ১২ বিরোধী সাংসদ

তিনদিনের সফরে মুম্বইয়ে রওনা দিলেন তৃণমূল (Tmc) সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, তাঁর ইচ্ছে ছিল মুম্বইতে (Mumbai) গিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhab Thakre) সঙ্গে দেখা করবেন। তিনি অসুস্থ। তাই তাঁর সঙ্গে দেখা হবে না। উদ্ধব ঠাকরে ছেলে আদিত্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাঁর হোটেলে আসবেন। এছাড়াও এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ারের (Sharad Power) সঙ্গে দেখা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, মুম্বইতে তরুণ শিল্পোদ্যোগীদের সঙ্গে দেখা করবেন মমতা।

আরও পড়ুন-Dharna: আগামীকাল থেকে গান্ধী মূর্তির সামনে ধর্নায় ১২ বিরোধী সাংসদ

মুখ্যমন্ত্রী জানান, “সিদ্ধি বিনায়ক মন্দির, পুলিশ মেমোরিয়ালে যাব। কথা হবে শরদ পাওয়ার ও উদ্ধব-পুত্র আদিত্যর সঙ্গে। তরুণ শিল্পোদ্যোগীদের সঙ্গেও বৈঠক আছে।”

তৃতীয়বার বিপুল ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকেই রাজ্যে শিল্প স্থাপনে জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিডকালে এক বছর বন্ধ থাকার পরে ২০২২-এর এপ্রিলে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন রয়েছে। মুম্বইতে তরুণ শিল্পোদ্যোগীদের সঙ্গে দেখা করে রাজ্যে বিনিয়োগে আহ্বান জানানোর পাশাপাশি তাঁদের বাণিজ্য সম্মেলনে আসার আমন্ত্রণ জানাবেন মমতা। বুধবার, সেখানকার নাগরিক সমাজের বিশিষ্ট মানুষের সঙ্গে সাক্ষাতের হবে বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। শিবসেনার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাত আটটা নাগাদ আদিত্যের সঙ্গে বৈঠক হওয়ার কথা মমতার। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা তৃণমূল নেত্রীর। করোনাকালে সবাইকে সবধানে থাকার বার্তা দেন তিনি। বলেন, “মহামারী হলেও সেটা যেতে তিন বছর সময় লাগে। আগামী বছরও সাবধানে থাকতে হবে”।

আরও পড়ুন-KMC 131: অভিভাবকহীন শোভনের কাননে জোড়াফুল ফোটানোর দায়িত্ব এবার রত্নার

মঙ্গলবার রাতে মুম্বই পৌঁছনোর কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাণিজ্য নগরীতে তৃণমূল শীর্ষ নেতৃত্বের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের।

Latest article