‘লড়াই ছেড়ো না, পাশে আছি’, দিল্লির ‘নন্দলাল সরকার’কে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

আজ বৃহস্পতিবার, বিকেলে কলকাতায় গোষ্ঠ পালে মূর্তির সামনে কুস্তিগিরদের (wrestler) যৌন হেনস্থার প্রতিবাদে আয়োজিত সভা থেকে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা

Must read

দেশের মেয়েরা কাঁদছে। কিন্তু দিল্লির কোনও হেলদোল নেই। আজ বৃহস্পতিবার, বিকেলে কলকাতায় গোষ্ঠ পালে মূর্তির সামনে কুস্তিগিরদের (wrestler) যৌন হেনস্থার প্রতিবাদে আয়োজিত সভা থেকে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, অভিযুক্ত BJP সাংসদ ব্রিজভূষণ গ্রেফতার না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।

আরও পড়ুন-মোদির ৯বছরকে টেক্কা দিয়ে টুইটার ট্রেন্ডিংয়ে ১ নম্বরে অভিষেকের ‘#NandigrameJonoJowar’

মুখ্যমন্ত্রী বলেন, অত্যন্ত কষ্ট করে দিল্লিতে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন কুস্তিগিররা। কিন্তু কেন্দ্রের মোদি সরকার উদাসীন। তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লিতে ‘নন্দলাল সরকার’ চলছে। ক্রীড়াক্ষেত্রে সর্বত্র কোনও না কোনও বিজেপি নেতাকে শীর্ষে বসিয়ে রেখেছে মোদি সরকার। সেখানে খেলোয়াড়রা জায়গা পাচ্ছে না।

আরও পড়ুন-রাজ্যের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল, ক্ষোভপ্রকাশ শিক্ষামন্ত্রীর

কুস্তিগিরদের হেনস্থা দেশের লজ্জা বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বিশ্ব কুস্তি অ্যাসোসিয়েশনের তরফে ভারতকে সাফ জানানো হয়েছে, এটা চললে তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হবে। কুস্তিগিরদের মুখ্যমন্ত্রীর বার্তা, “লড়াই ছেড়ো না। পাশে আছি।“ মমতা স্পষ্ট জানান, “এর শেষে দেখে ছাড়ব। অভিযুক্ত ব্রিজভূষণ গ্রেফতার না হওয়া পর্যন্ত লড়াই জারি থাকবে।“

Latest article