বিশ্ব আলজাইমারস দিবসে সকলকে সুস্থ থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

Must read

বিশ্ব জুড়েই ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগের প্রকোপ দিনে দিনে বাড়ছে। এই নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা ডিমেনশিয়া মস্তিষ্কের এক ধরনের রোগ যেটা হলে মানুষ কিছু মনে রাখতে পারেন না। এমনকি এই রোগের জন্য একটু আগেই করা কাজ ভুলে যায় অনেকে।

আরও পড়ুন-গোয়েবেলসের আয়নায় স্তালিনকে দেখেছি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে এই নিয়ে জানান হয়েছিল, বিশ্বে ৫০ মিলিয়নের বেশি মানুষ আলঝেইমারস রোগে আক্রান্ত। ২০৫০ সাল নাগাদ এই রোগ ১৫ কোটি ছাড়াবে। প্রতি সেকেন্ডে নতুন করে ৬৮ জন এবং ৬৫ বছরের বেশি বয়সী প্রতি নয়জনে একজন করে এই রোগে আক্রান্ত হচ্ছেন।

আরও পড়ুন-“এবার আমার পাঠানো বর্ণপরিচয় ওনার কাজে আসবে”, দিলীপকে ফের খোঁচা বাবুলের

আজ বিশ্ব আলজাইমারস দিবসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে সুস্থ থাকার বার্তা জানিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়াতে।তিনি এদিন সকল প্রাইভেট সংস্থা ও এনজিওকে এই রোগের মোকাবিলা করতে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।সকলকে একত্রিত হয়ে এই রোগ নির্মূল করার কথা তিনি নিজের টুইট বার্তায় লিখেছেন।

 

Latest article