বিয়েতে চাপ প্রেমিকার, যোগীরাজ্যে নৃশংস ব্যবহার প্রেমিকের

সম্প্রতি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউ (Lucknow) জেলায় বান্ধবীকে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

Must read

সম্প্রতি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউ (Lucknow) জেলায় বান্ধবীকে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কাকোরির ব্রিজেশ মৌর্য নামে অভিযুক্ত জানায় তার প্রেমিকা সরিতা তাকে বিয়ের জন্য জোর করে এবং সে রাজি না হওয়ায় তাকে খুন করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, মৌর্য সরিতাকে প্রথমে মারধর করে তারপর স্কার্ফ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। শুধু তাই নয়, পরে সে তার লাশ প্রায় ১০০ মিটার টেনে নিয়ে একটি পুকুরের কাছে ঝুলিয়ে রাখে। ৩১ জানুয়ারি সরিতাকে একটি পুকুরের কাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ ময়নাতদন্তের জন্য পাঠায়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ,পুলিশ জানতে পেরেছিল যে ব্রিজেশ মৌর্যের সাথে তার সম্পর্ক ছিল। আরও বিস্তারিত জানার জন্য, তারা মৌর্যকে আটক করেছে। প্রথমে অস্বীকার করলেও পরে সে সরিতাকে হত্যার কথা স্বীকার করেছে বলে খবর। জিজ্ঞাসাবাদে মৌর্য জানায়, সরিতা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। তাকে বিয়ে না করলে তাকে ধর্ষণের মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছিল। নিজেকে বাঁচাতেই মৌর্য ৩০শে জানুয়ারী রাতে সরিতাকে তার সাথে দেখা করতে বলে। সরিতা এসে পৌঁছালে সে তাকে অপমান করে এবং পরে তার গলায় স্কার্ফ শক্ত করে বাঁধে। সরিতা নড়াচড়া বন্ধ করলে, মৌর্য তাকে প্রায় ১০০ মিটার টেনে নিয়ে একটি পুকুরের কাছে ঝুলিয়ে দেয়।

জিজ্ঞাসাবাদের সময়, পুলিশ আরও জানতে পেরেছিল যে মৌর্য প্রমাণ নষ্ট করার জন্য সরিতার মোবাইল ভেঙেছিল এবং নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিল। ভাঙা মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ। তার গ্রেপ্তারের পর, মৌর্যকে একজন বিচারকের সামনে হাজির করা হয়েছিল যিনি তাকে সংশোধনাগারে পাঠিয়েছিলেন। এফআইআর-এ SC/ST আইনের প্রাসঙ্গিক ধারাগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। আরও তদন্ত চলছে।

Latest article