রেললাইন উড়িয়ে দিল মাওবাদীরা, বাতিল একাধিক ট্রেন

Must read

মাওবাদী হামলা ঝাড়খণ্ডে (Jharkhand)। ব্যাহত রেল পরিষেবা। শুক্রবার ভোরে ঝাড়খণ্ডের মনোহরপুর এবং গোইলকেরার মধ্যে রেললাইনের একটা বড় অংশ বিস্ফোরণে উড়িয়ে দিল নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সদস্যরা। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রাঁচি থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে গোইলকেরা এবং পোসোইতা রেলওয়ে স্টেশনের মধ্যে এক জায়গায় রেল লাইনের  বেশ কিছুটা অংশ উড়িয়ে দেওয়া হয়েছে, বলে জানা যাচ্ছে। সেই সময় ওই লাইনে ট্রেন না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। এর জেরে হাওড়া মুম্বই রুটের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। চরম দুর্ভোগ যাত্রীদের।

আরও পড়ুন- জঙ্গি হামলায় পুঞ্চে শহিদ ৫ জওয়ান

খবর পাওয়া মাত্রই রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে সবটা খতিয়ে দেখেন। নাশকতার উদ্দেশ্যেই এমন ঘটনা বলে প্রাথমিক অনুমান। রেল সূত্রে জানা যাচ্ছে ১৮০৩০ শালিমার-কুরলা আপ এক্সপ্রেসের ওই পথ ধরেই যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বিষয়টি নজরে পড়ে পাশের লাইন দিয়ে যাওয়া মালগাড়ির চালক এবং গার্ডের। সঙ্গে সঙ্গে গোইলকেরা এবং পোসাইতা স্টেশন ম্যানেজারকে সতর্ক করে দেন তাঁরা। ঘটনাস্থল (Jharkhand) থেকে মাওবাদীদের একটি ব্যানার উদ্ধার হয়েছে। ঘটনার জেরে যোগনগরী হৃষীকেশ পুরী উৎকল এক্সপ্রেসকে মনোহরপুরে স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। এ ছাড়াও পোরবন্দর-শালিমার এক্সপ্রেস, জগদলপুর-হাওড়া এক্সপ্রেসকে মনোহরপুরে থামানো হয়।শালিমার-এলটিটি এক্সপ্রেসকে গোইলকেরা স্টেশনে, পুণে-হাওড়া এক্সপ্রেসকে রাউরকেলায়  এবং হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস, হাওড়া-পুণে এক্সপ্রেসকে চক্রধরপুরে দাঁড় করিয়ে দেওয়া হয়। টাটা স্টেশনে দাঁড়িয়ে পড়ে হাওড়া-পুণে এক্সপ্রেস।

Latest article