এক বছর পার রাজপুত্রের প্রয়াণের ,শোক সাগরে ইতালি, আর্জেন্টিনা

Must read

বুয়েনস আইরেস, ২৫ নভেম্বর : দেখতে দেখতে কেটে গেল একটা বছর। লিওনেল মেসির অবশ্য মনে হচ্ছে, যেন গতকালের ঘটনা! দিয়েগো আর্মান্দো মারাদোনা। গত বছরের ২৫ নভেম্বর গোটা ফুটবল দুনিয়াকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। বৃহস্পতিবার ছিল প্রয়াত মারাদোনার প্রথম মৃত্যুবার্ষিকী। এমন দিনে ফুটবলের রাজপুত্রকে শ্রদ্ধা জানালেন মেসি-সহ গোটা দুনিয়া।

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের রাস্তার দু’ধারের দেওয়াল গতকাল থেকেই ছেয়ে গিয়েছে মারাদোনার বিশাল বিশাল ম্যুরালে। আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে বুধবার ম্যাচ শুরুর আগে ’৮৬-র বিশ্বকাপজয়ী অধিনায়কের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়েছে। তবে শুধু আর্জেন্টিনাই নয়, ইতালির নেপলস শহরও নিজের প্রিয় নায়ককে এদিন শ্রদ্ধা এবং ভালবাসার সঙ্গে স্মরণ করেছে। অখ্যাত ক্লাব নাপোলিকে একার হাতে বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাবের সম্মান এনে দিয়েছিলেন মারাদোনা। তাই প্রয়াত নায়কের প্রথম মৃত্যুবার্ষিকীতে শোকের ছায়া গোটা নেপলস শহরজুডে়।

আরও পড়ুন : ২৯শে বসছে তৃণমূল ওয়ার্কিং কমিটি

মারাদোনাকে এদিন শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মেসিও। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘এখনও অবিশ্বাস্য লাগছে। একটা বছর পেরিয়ে গেল! আর্জেন্টিনা এত বছর পর একটা আন্তর্জাতিক ট্রফি (কোপা আমেরিকা) জিতল। অথচ তিনি দেখতে পেলেন না! সত্যি কথা বলতে কী, এটা আমার কাছে এক অন্যরকম অনুভূতি। যা ভাষায় ব্যাখ্যা করা সম্ভব নয়।’’ মেসি আরও যোগ করেছেন, ‘‘ওঁর মতো গ্রেটের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে পেরেছিলাম। এটা আমার সৌভাগ্য। আমি সেরা স্মৃতিগুলোই মনে রাখব।’’

এদিকে, মৃত্যুর এক বছর পরেও বির্তক পিছু ছাডে়নি ’৮৩-র বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গ্রেটের। সম্প্রতি তাঁর বিরুদ্ধে ২১ বছর আগে ধর্ষণের অভিযোগ তুলেছেন কিউবার এক মহিলা। এখানেই শেষ নয়, মারাদোনার মৃত্যু নিয়েও রহস্যের শেষ নেই। মৃত্যুর পর তাঁর দুই মেয়ে অভিযোগ করেছিলেন, চিকিৎসায় গাফিলতির জন্যই আর্জেন্টাইন কিংবদন্তি মারা গিয়েছেন। বিশেষ করে, শেষ ৭-৮ ঘণ্টা অত্যন্ত যন্ত্রণা এবং অবহেলার মধ্যে দিয়ে কাটিয়েছিলেন মারাদোনা।

Latest article