বেপরোয়া বাইকের বিরুদ্ধে ব্যাপক পুলিশি অভিযান

২০১৯-এ মৃত্যুর সংখ্যা ছিল ৫। আইনভঙ্গকারী বাইকারোহীদের বিরুদ্ধে পদক্ষেপের নিরিখে ২০১৯-এর তুলনায় ১৭ শতাংশ এগিয়ে গিয়েছে ২০২১-এর পুজোয় পুলিশি অভিযান।

Must read

প্রতিবেদন : পুজোর দিনগুলিতে বেপরোয়া বাইকের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে কলকাতা পুলিশ। অন্তত ৪২০২ টি দু’চাকার যানের আরোহীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চতুর্থী থেকে নবমীর রাত পর্যন্ত এই অভিযান চালায় পুলিশ। মত্ত অবস্থায় বাইক চালানো, বেপরোয়া গতি, হেলমেট ছাড়া বাইক চালানো কিংবা বাইকের পেছনের সিটে বসা এবং বেআইনি পার্কিং— মূলত এই ক’টি অভিযোগেই কড়া পদক্ষেপ করা হয়েছে দু’চাকার যানের বিরুদ্ধে।

আরও পড়ুন-ছেলের কফিন আসছে, ছবি বুকে প্রতীক্ষায় মা

রাত থেকে ভোর অবধি মহানগরীর বিভিন্ন পয়েন্টে চলে বিশেষ পুলিশি নজরদারি। ২০১৯-এর পুজোর পরে মহানগরী জুড়ে বাইকের বিরুদ্ধে এত বড় অভিযান এই প্রথম। কোভিড-ত্রাসের আগে ২০১৯-এর পুজোয় আইনগত পদক্ষেপ করা হয়েছিল ৩৬০০টি বাইক-স্কুটারের বিরুদ্ধে। এবারে সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪২০২। লক্ষণীয়, এবারে পুজোতেও ৩টি দুর্ঘটনায় মোট ৬ জন আহত হয়েছেন। নিউ টাউনে বেপরোয়া গতির পরিণতিতে প্রাণও হারিয়েছেন এক যুবক। কিন্তু পুলিশের ব্যাপক নজরদারির ফলে এবারে দুর্ঘটনার সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা কম। ২০১৯-এ মৃত্যুর সংখ্যা ছিল ৫। আইনভঙ্গকারী বাইকারোহীদের বিরুদ্ধে পদক্ষেপের নিরিখে ২০১৯-এর তুলনায় ১৭ শতাংশ এগিয়ে গিয়েছে ২০২১-এর পুজোয় পুলিশি অভিযান। এদিকে পুলিশি অভিযানে বাধা দেওয়ার অভিযোগেও চিংড়িঘাটার কাছে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

Latest article