টানা কর্মসূচি নেত্রীর

উত্তরের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে দু’দিনে চারটি নির্বাচনী জনসভার পর রায়গঞ্জে পা রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবেদন : উত্তরের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে দু’দিনে চারটি নির্বাচনী জনসভার পর রায়গঞ্জে পা রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরও ঠাসা কর্মসূচি তাঁর। উত্তর ও দক্ষিণের একাধিক জেলায় নির্বাচনী সভা ও রোড-শো করবেন তিনি। যাবেন ভিন রাজ্যের প্রচারেও৷ শনিবার তিনি বালুরঘাটের তপন ও রায়গঞ্জের হেমতাবাদে জোড়া জনসভা করবেন। এরপর ৬ ও ৭ এপ্রিল জঙ্গলমহলের বাঁকুড়া ও পুরুলিয়াতে জনসভা রয়েছে দলনেত্রীর।

আরও পড়ুন-‘তোমাদের গুন্ডা কীভাবে কেন্দ্রীয় মন্ত্রী’ নিশীথকে নিশানা মুখ্যমন্ত্রীর

৮ এপ্রিল কলকাতায় ফিরে ৯ এপ্রিল ইফতার অনুষ্ঠানে এবং ১০ এপ্রিল রেড রোডে ইদের প্রার্থনায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ১১ এপ্রিল বিকেলে ফের তিনি জলপাইগুড়ি পৌঁছবেন৷ ১২ ও ১৩ এপ্রিল তাঁর নির্বাচনী কর্মসূচি রয়েছে উত্তরে৷ ১৩ এপ্রিলই তিনি ফিরে আসবেন কলকাতায়৷ ওই দিন কালীঘাটে মায়ের মন্দিরে মা-মাটি-মানুষের হয়ে পুজো দেবেন মুখ্যমন্ত্রী৷ এরপর ১৪ এপ্রিল ফের পৌঁছবেন উত্তরের জেলায়৷ ১৫-১৬ এপ্রিল কোচবিহারের রাসমেলা ময়দান, ময়নাগুড়ি ও শিলিগুড়িতে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর৷ এরপর ১৭ এপ্রিল নেত্রী পৌঁছবেন অসমের শিলচরে৷ সেখানে ৪ কেন্দ্রে তৃণমূল প্রার্থী লড়াই করছে৷ তাঁদের হয়ে প্রচারসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ অসম থেকে ফিরবেন শিলিগুড়িতে।

Latest article