হরিয়ানা, মহারাষ্ট্রে বিজেপি ছাড়তে চাইছে শরিকেরা

Must read

প্রতিবেদন: ২০২৪-এ মহারাষ্ট্র ও হরিয়ানা (BJP- Haryana-Maharashtra) দুই রাজ্যেই বিধানসভা নির্বাচন। কিন্তু সেই নির্বাচনের আগে চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি। হরিয়ানায় জেজেপি বা জননায়ক জনতা পার্টি ও বিজেপির জোট ভাঙনের মুখে। বিজেপির দাদাগিরিতেই জেজেপি জোট ছাড়তে উন্মুখ হয়ে উঠেছে। একইভাবে মহারাষ্ট্রে একনাথ সিং শিন্ডে শিবিরের সঙ্গেও বিজেপির মতবিরোধ ক্রমশই বাড়ছে। এখানেও জোটের বড় শরিক হিসেবে বিজেপি ছড়ি ঘোড়াতে চাইছে। যা মানতে রাজি নন শিন্ডে। লোকসভা নির্বাচনের আগে বিজেপি যদি এই দুই রাজ্যের জোট সঙ্গীকে হারায় তবে তারা যে বড় ধরনের সমস্যায় পড়বে তা নিশ্চিত, বলে জানাচ্ছে রাজনৈতিক মহল। হরিয়ানায় (BJP- Haryana-Maharashtra) জেজেপি প্রধান দুষ্মন্ত চৌতলা স্পষ্ট জানিয়েছেন, ২০২৪ সালের নির্বাচনে তাঁরা রাজ্যের ১০ লোকসভা আসনের পাশাপাশি বিধানসভার ৯০টি আসনেও লড়তে চান। অর্থাৎ ২০২৪-এর নির্বাচনে বিজেপি ও জেজেপি পৃথকভাবেই লড়বে এটা স্পষ্ট। অন্যদিকে মহারাষ্ট্রেও বিজেপি ও শিন্ডে শিবিরের মধ্যে চলছে ঠান্ডা লড়াই। একনাথের ছেলে শ্রীকান্ত শিন্ডে স্পষ্ট বলেছেন, বিজেপির কিছু নেতার দাদাগিরিতে জোটের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। বিজেপি নেতারা যদি তাঁদের আচরণ না বদলান তবে জোটের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। কোনও একটি দল বড় হতেই পারে। তার মানে এই নয় যে, তাদের সব কথাই মেনে নিতে হবে।

আরও পড়ুন-আরএসএসের কুৎসিত, অবৈজ্ঞানিক ফতোয়া

Latest article