হংকংয়ে না খেলার কারণ ব্যাখ্যা মেসির

লিওনেল মেসির হংকং সফরের ম্যাচ না খেলা নিয়ে প্রচুর জলঘোলা হচ্ছে। মেসি আগেই জানিয়েছিলেন, চোটের জন্য তিনি খেলেননি।

Must read

মায়ামি, ২০ ফেব্রুয়ারি : লিওনেল মেসির হংকং সফরের ম্যাচ না খেলা নিয়ে প্রচুর জলঘোলা হচ্ছে। মেসি আগেই জানিয়েছিলেন, চোটের জন্য তিনি খেলেননি। কিন্তু তাতেও সমালোচনা বন্ধ হচ্ছিল না। বরং খবর রটে গিয়েছিল, রাজনৈতিক কারণে আর্জেন্টাইন তারকা হংকংয়ের ম্যাচ খেলেননি। এক ভিডিও বার্তায় এই খবর উড়িয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুন-কোন্নগরে শিশু খু.নে গ্রেফতার মা

মেসি বলেন, ‘‘হংকংয়ের ওই ম্যাচের পর আমাকে নিয়ে অনেক খবর রটেছে। এতে আমি বিরক্ত। সবাইকে আসল ঘটনা জানানোর জন্যই এই ভিডিও রেকর্ড করছি। যাতে কেউ ভুল খবরে যেন প্রভাবিত না হয়।’’ তিনি আরও বলেছেন, ‘‘এমন খবরও সংবাদমাধ্যমে বেরিয়েছে যে, আমি রাজনৈতিক কারণে ওই ম্যাচটা খেলিনি। এটা পুরোপুরি অসত্য। যদি সত্যিই এমনটা হত, তাহলে আমি জাপান বা চিন সফরেও যেতাম না। দুটো জায়গাতেই আমি আগে অনেকবার গিয়েছি। ম্যাচও খেলেছি।’’

আরও পড়ুন-দিনের কবিতা

মেসির বক্তব্য, ‘‘আমি আগেই বলেছিলাম, পায়ের পেশির চোট থাকায় আমি হংকংয়ের ম্যাচটা খেলতে পারিনি। সৌদি আরব সফরের প্রথম ম্যাচটাও একই কারণে খেলতে পারিনি। দ্বিতীয় ম্যাচে কিছুটা সময়ের জন্য মাঠে নেমেছিলাম। আর তাতেই চোট আরও বেড়ে গিয়েছিল। এর পরেও হংকং ম্যাচ খেলার জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু প্র্যাকটিসের পরেই বুঝে যাই সেটা সম্ভব নয়। কয়েকটা দিন পর কিছুটা ফিট হয়েছিলাম। তাই জাপানে কিছুটা সময় খেলতে পেরেছিলাম।’’

Latest article