দাদাসাহেব ফালকে পেলেন শাহরুখ খান, ভিকি কৌশল

শাহরুখ খান জওয়ান সিনেমার জন্য দাদাসাহেব অ্যাওয়ার্ড পেলেন। অ্যাটলি কুমারের পরিচালনায় ছবিটি ২০২৩ সালের অগস্ট মাসে মুক্তি পেয়েছিল।

Must read

২০ ফেব্রুয়ারি মুম্বইতে দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড (Dada Saheb Phalke International Film Festival Award) ২০২৪ অনুষ্ঠিত হল। এদিনের অনুষ্ঠানে করিনা কাপুর খান, শহিদ কাপুর , রানি মুখোপাধ্যায়, শাহরুখ খান-সহ বলিউডের গন্যমান্য সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন। সবথেকে বেশি পুরস্কার পেয়েছে এসআরকে-এর জওয়ান এবং রণবীর কাপুরের অ্যানিম্যাল। দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ২০২৪-টি ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে দেখা যাবে।

আরও পড়ুন-হংকংয়ে না খেলার কারণ ব্যাখ্যা মেসির

অ্যানিম্যালে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, রশ্মিকা মন্দনা এবং অনিল কাপুর। ববি দেওল নেতিবাচক ভূমিকায় সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় সিনেমাটি বিশ্বব্যাপী ৮০০ কোটি টাকারও বেশি আয় করেছিল। এখানেই থেমে থাকে নি অ্যানিম্যাল। এই বছরে আরও দুটি পুরস্কার পেয়েছে এই ছবি। সেরা পরিচালকের সম্মান পেলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

আরও পড়ুন-কোন্নগরে শিশু খু.নে গ্রেফতার মা

শাহরুখ খান জওয়ান সিনেমার জন্য দাদাসাহেব অ্যাওয়ার্ড পেলেন। অ্যাটলি কুমারের পরিচালনায় ছবিটি ২০২৩ সালের অগস্ট মাসে মুক্তি পেয়েছিল। বলিউডের সর্বাধিক উপার্জিত ছবির তালিকায় এক নম্বরে এই সিনেমা। সেরা অভিনেতার সম্মান পেলেন কিং খান। সেরা অভিনেত্রী পুরস্কার পেলেন নয়নতারা। স্যাম বাহাদুরের জন্য সেরা অভিনেতা (সমালোচক) পুরস্কার জিতেছেন । ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশ-এর জীবনের উপর এই ছবি তৈরি করা হয়েছে। যদিও সেভাবে ব্যবসা করতে পারেনি এই সিনেমা। স্যাম বাহাদুরে অভিনয় করেছিলেন ফাতিমা সানা শেখ এবং সানিয়া মলহোত্রা।

 

Latest article