নন্দীগ্রামে সহায়তা কেন্দ্রে বিজেপির হামলা, ক্ষোভ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সোমবার নন্দীগ্রাম-১ (Nandigram) এর গোকুলনগরে তৃণমূলের সহায়তা ক্যাম্পে হঠাৎ করেই আক্রমণ চালায় গেরুয়া দুর্বৃত্তরা। ভাঙচুরও করা হয়।

Must read

সোমবার নন্দীগ্রাম-১ (Nandigram) এর গোকুলনগরে তৃণমূলের সহায়তা ক্যাম্পে হঠাৎ করেই আক্রমণ চালায় গেরুয়া দুর্বৃত্তরা। ভাঙচুরও করা হয়। তাদের আক্রমণে আহত হন গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের কানুনগোচক বুথে নির্বাচিত জনপ্রতিনিধি নিবেদিতা ভুঁইয়া। নিবেদিতা গোকুলনগর পঞ্চায়েতের বিরোধী নেত্রীও এই ঘটনায় আহত হয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হয়েছে। আজ, বুধবার দুপুরে তাঁদের দেখতে এবং এলাকার মানুষের পাশে দাঁড়াতে সেখানে যাচ্ছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

আরও পড়ুন-দাদাসাহেব ফালকে পেলেন শাহরুখ খান, ভিকি কৌশল

নিজের এক্স হ্যান্ডেলে এই ঘটনার তীব্র নিন্দা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রকে নিশানা করে লেখেন, ‘দিল্লির জমিদাররা এবং তাদের প্রিয়পাত্ররা বাংলার মানুষকে চিরকাল বঞ্চনার মধ্যে রেখেছেন। এই জমিদারদের ১০ বছরের ক্রমাগত অন্যায়, যন্ত্রণা এবং আমাদের প্রাপ্য আটকে রাখার জন্য সঠিক শিক্ষা দেওয়ার সময় এসেছে।’

Latest article