প্রয়াত সিনিয়র আইনজীবী ফলি নরিমান

মুম্বইয়ে গভর্নমেন্ট ল' কলেজ থেকে আইন নিয়ে পড়াশোনা করেন তিনি। ২২ বছর বম্বে হাই কোর্টে আইনজীবী হিসেবে কাজ করেছিলেন তিনি।

Must read

আজ সকালে দিল্লিতে প্রয়াত প্রখ্যাত সাংবিধানিক জুরিস্ট তথা সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ফলি নরিমান (Fali S Nariman)। বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তাঁর। প্রয়াণকালে তাঁর বয়স ছিল ৯৫ বছর। ১৯৯১ সালে পদ্মভূষণ এবং ২০০৭ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। ১৯৯১ থেকে ২০১০ সাল পর্যন্ত ভারতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন তিনি। ফলি নরিমান ১৯৯৯ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সদস্য ছিলেন। তিনি ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল পদে ছিলেন। ইন্দিরা গান্ধীর সরকার তাঁকে নিয়োগ করেছিল। ইন্দিরা গান্ধী যখন দেশে জরুরি অবস্থা ঘোষণা করলেন তখন অতিরিক্ত সলিসিটর জেনারেল পদ থেকে তিনি পদত্যাগ করেছিলেন। ভারতের আইন ব্যবস্থার ‘ভীষ্ম পিতামহ’ ছিলেন তিনি।

আরও পড়ুন-নন্দীগ্রামে সহায়তা কেন্দ্রে বিজেপির হামলা, ক্ষোভ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

উল্লেখ্য, নরিমানের রেঙ্গুনে জন্ম হয়। ১৯২৯ সালের ১০ জানুয়ারি এক পারসি পরিবারের জন্ম নিয়েছিলেন তিনি। মুম্বইয়ে গভর্নমেন্ট ল’ কলেজ থেকে আইন নিয়ে পড়াশোনা করেন তিনি। ২২ বছর বম্বে হাই কোর্টে আইনজীবী হিসেবে কাজ করেছিলেন তিনি। ১৯৬১ সালে সিনিয়র অ্যাডভোকেট হন। এরপরে দিল্লিতে এসে সুপ্রিম কোর্টে কাজ শুরু করেছিলেন তিনি। ৭ দশক ধরে তিনি আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। আন্তর্জাতিক স্তরে জুরিস্ট হিসেবে তিনি বেশ জনপ্রিয় ছিলেন। ১৯৯৪ সাল থেকে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর কমার্শিয়াল আরবিট্রেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত জেনেভায় আন্তর্জাতিক বিচারক কমিশনের নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি।

Latest article