মেসি এবার টিভি সিরিজে

অ্যাডিডাস, পেপসি-সহ বেশকিছু পণ্যের বিজ্ঞাপনে আগেই তাঁকে দেখা গিয়েছে। এবার আর্জেন্টিনার একটি জনপ্রিয় টিভি সিরিজে দেখা যাবে লিওনেল মেসিকে

Must read

বুয়েনোস আইরেস, ৯ জুন : অ্যাডিডাস, পেপসি-সহ বেশকিছু পণ্যের বিজ্ঞাপনে আগেই তাঁকে দেখা গিয়েছে। এবার আর্জেন্টিনার একটি জনপ্রিয় টিভি সিরিজে দেখা যাবে লিওনেল মেসিকে। সম্প্রতি এই সিরিজের শুটিং শেষ করেছেন তিনি। ‘লস প্রোটেক্টরস’ নামের এই টিভি সিরিজের দ্বিতীয় মরশুমে দেখা যাবে মেসিকে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর, শুটিং চলাকালীন ক্যামেরার সামনেও মেসিকে রীতিমতো স্বচ্ছন্দ দেখিয়েছে। এই সিরিজের গল্পটা তিনজন ফুটবল এজেন্টকে নিয়ে। মেসি এখানে নিজের নামভূমিকাতেই অভিনয় করছেন। মেসির যাবতীয় শুটিং হয়েছে প্যারিসে। জানা গিয়েছে, আগামী বছর এই ড্রামা সিরিজটি মুক্তি পাবে। স্টার প্লাসে সম্প্রচার করা হবে।

আরও পড়ুন-বিরসার মৃত্যুবার্ষিকী পালনে আদিবাসী উন্নয়ন দফতর

এছাড়া আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের নেপথ্য কাহিনি নিয়ে তৈরি হচ্ছে একটি ওয়েব সিরিজ। ‘স্টোরি অফ লা আলবিসেলেস্তে’ নামের এই ডকুমেন্টারিতেও মেসি রয়েছেন। আগামী ১০ জুলাই আমাজন প্রাইমে মুক্তি পাবে এই ডকুমেন্টারি ফিল্ম। এতে আর্জেন্টিনা ড্রেসিংরুমের বহু অজানা মুহূর্তের ফুটেজ থাকবে। থাকবে কোপাজয়ী দলের সদস্যদের সাক্ষাৎকার। সবচেয়ে বড় কথা, ফাইনালে মাঠে নামার আগে ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশে মেসির সেই আবেগঘন ভাষণের পুরোটাই দেখা যাবে এই ডকুমেন্টারিতে।

আরও পড়ুন-বর্ষার আগেই পদ্মার ভাঙন রোধের কাজ শুরু

প্রসঙ্গত, এর আগেও বিখ্যাত ফুটবলাররা অভিনয়ে নাম লিখিয়েছেন। ১৯৮১ সালে মুক্তি পাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে তৈরি ছবি ‘এসকেপ টু ভিক্টরি’-তে অভিনয় করেছিলেন পেলে, ববি মুর, অসভালদো আর্দিলেসের মতো কিংবদন্তিরা। ডেভিড বেকহ্যামকে দেখা গিয়েছিল হলিউডের ‘গোল’ ছবিতে। সাম্প্রতিকতম উদাহরণ নেইমার। যিনি নেটফ্লিক্সের সিরিজ ‘লা কাসা দে পাপেল’-এ অভিনয় করেছেন। এবার একই পথের পথিক হলেন মেসিও।

Latest article