সকাল ৭টায় এবার মেট্রো

Must read

প্রতিবেদন : আগামী সোমবার থেকে আরও বাড়ছে মেট্রো-চলাচলের সময়সীমা। এতদিন সকাল সাড়ে সাতটা থেকে মেট্রো-পরিষেবা চালু হত। সোমবার থেকে সকাল সাড়ে সাতটার পরিবর্তে আরও আধ ঘণ্টা আগে, অর্থাৎ সকাল সাতটা থেকেই মিলবে মেট্রো-পরিষেবা। এর সঙ্গে ছ’টি আরও অতিরিক্ত ট্রেন মিলবে সোমবার থেকে। আগামী সপ্তাহ থেকেই রাজ্যে খুলছে স্কুল-কলেজ। ফলে পড়ুয়াদের যাতায়াতে যাতে কোনও সমস্যা না হয়, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। স্কুল ও কলেজগুলি চালু হয়ে গেলে মেট্রোতে যাত্রিসংখ্যাও এক ধাক্কায় বাড়তে পারে বলে অনুমান কর্তৃপক্ষের। আর সেই সময় পড়ুয়াদের এবং অন্যান্য যাত্রীদের যাতে সুষ্ঠু পরিষেবা দেওয়া যায়, সেই কথা মাথায় রেখেই অতিরিক্ত তিন জোড়া মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যাত্রী-স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এর আগেও একাধিকবার পরিষেবা বাড়াতে দেখা গিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে। দুর্গা, লক্ষ্মী, কালীপুজোর দিনগুলিতে ভিড় সামাল দিতে পরিষেবা চালু রেখেছিল মেট্রো।

Latest article