যাত্রা উৎসবের উদ্বোধনে শিক্ষামন্ত্রী

শনিবার শীতের হালকা আমেজ গায়ে মেখে ঝালমুড়ি ও লাল চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে শুরু হল পঞ্চম বর্ষ দমদম জয় যাত্রা উৎসব ২০২৪।

Must read

সংবাদদাতা, দমদম : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে সাংস্কৃতিক পরিমণ্ডল বেড়েছে। রাজ্যের সমস্ত ধরনের শিল্পীদের কল্যাণে নানান প্রকল্পের মধ্যে দিয়ে সাহায্য করছেন তিনি। দমদমে যাত্রা উৎসবের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আমরাও মুখ্যমন্ত্রীর ভাবনাকে সম্মান জানিয়ে শহর ও গ্রামের সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর কাজ করছি। সেই আঙ্গিকেই এই যাত্রা উৎসবের আয়োজন।

আরও পড়ুন-রসখ্যাপা ও গুড় সেবকের গুড়জালি

শনিবার শীতের হালকা আমেজ গায়ে মেখে ঝালমুড়ি ও লাল চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে শুরু হল পঞ্চম বর্ষ দমদম জয় যাত্রা উৎসব ২০২৪। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সক্রিয় উদ্যোগে এই যাত্রা উৎসব চলবে ৫ দিন ব্যাপী। দমদম ক্যান্টনমেন্ট হেল্থ ইনস্টিটিউট ময়দানে উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দমদমের সাংসদ সৌগত রায়, দক্ষিণ দমদমের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ মজুমদার, অভিনেত্রী শর্মিলা পাল প্রমুখ। ৫ দিনে ৫টি যাত্রা মঞ্চস্থ হবে। এদিন একাধিক যাত্রাশিল্পীদের সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে যাত্রা দেখতে আসা সব দর্শকের জন্য ঝালমুড়ি ও লালচায়ের ব্যবস্থা হয়েছে। এই উৎসবের ট্যাগলাইন— যাত্রা দেখুন, যাত্রা শিল্পের উন্নয়নে শরিক হন।

Latest article