জোড়া গোল, ৩ পয়েন্ট মোহনবাগানের

মোহনবাগান ২ ইউনাইটেড স্পোর্টস ০

Must read

প্রতিবেদন : কলকাতা লিগে জয়ের ছন্দ ধরে রাখল মোহনবাগান। শনিবার নিজেদের মাঠে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে ২-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুলল সবুজ-মেরুন (Mohun Bagan)।
ডুরান্ড কাপের প্রথম ম্যাচের ৪৮ ঘণ্টার মধ্যেই ফের মাঠে নেমে পড়তে হয়েছিল। গোদের উপর বিষফোঁড়ার মতো বাংলাদেশ সেনাদলের বিরুদ্ধে চোট পেয়েছিলেন সুহেল বাট ও টাইসন সিং। যা নিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে ছিল কলকাতা লিগে কোচের দায়িত্বে থাকা বাস্তব রায়। তাই দলে বেশ কিছু পরিবর্তন করেছিলেন তিনি। প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবল খেলেছে মোহনবাগান (Mohun Bagan)। মাঝমাঠের সঙ্গে আক্রমণের বোঝাপড়া অভাব বারবার চোখে পড়েছে। তাই আক্রমণ সেভাবে দানা বাঁধছিল না। বিরতির আগে প্রাপ্তি বলতে গেলে নংডম্বা নাওরেমের গোল। ২৮ মিনিটে কার্যত একক দক্ষতায় ইউনাইটেডের দুই ডিফেন্ডারকে টপকে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের জন্য ঝাঁপিয়েছিল ইউনাইটেড। কিন্তু মোহনবাগান বক্সের সামনে গিয়েই বারবার খেই হারালেন ইউনাইটেডের ফুটবলাররা। এদিন শুরু থেকে খেললেও, হতাশ করেছেন কিয়ান নাসিরি। ৬৪ মিনিটে কিয়ানকে তুলে নিয়ে সুহেলকে মাঠে নামিয়ে দেন বাস্তব। আর ৮৮ মিনিটে খেলার গতির বিরুদ্ধে দুর্দান্ত গোল করে দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন কাশ্মীরি তরুণ। সুহেলের দূরপাল্লার শট বিপক্ষ গোলকিপারকে দাঁড় করিয়ে জালে জড়িয়ে যায়। লিগে নেই নেই করে ৮ গোল হয়ে গেল সুহেলের।

আরও পড়ুন- ইডেন দেখে সন্তুষ্ট আইসিসি প্রতিনিধিরা

Latest article