শিবপুর শ্মশান ও লাগোয়া গঙ্গার ৩ ঘাট সংস্করণের উদ্যোগ নন্দিতা চৌধুরীর

Must read

হাওড়া কর্পোরেশন ও দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক নন্দিতা চৌধুরীর (Nandita Chowdhury) উদ্যোগে এবার সংস্করণের পথে শিবপুর শ্মশান ও শ্মশান সংলগ্ন গঙ্গার ৩ টি ঘাট। ইতিমধ্যেই শ্মশান ও গঙ্গার ঘাট সহ এলাকাটি পরিদর্শন করেছেন হাওড়া পুরনিগমের চেয়ারম্যান ডঃ সুজয় চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী সহ বিধায়ক নন্দিতা চৌধুরী (Nandita Chowdhury)।

এরপরই বৈঠকে এই সংস্করণের বিষয়টি নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হয়। তবে শুধুমাত্র সংস্করণ নয় সৌন্দার্যায়নের দিকেও বিশেষ নজর দিচ্ছেন বিধায়ক। শিবপুর শ্মশানে পর্যাপ্ত আলো এবং সবুজায়নের কথাও জানিয়েছেন বিধায়ক। প্রতিদিন যাতে সম্পূর্ণ শ্মশান ও শ্মশান সংলগ্ন গঙ্গার ঘাট সাফাইয়ের কথাও জানিয়েছেন তিনি। নন্দিতা চৌধুরী বলেন, ” কর্পোরেশনের সঙ্গে আলোচনা করে পুরো বিষয়টি চূড়ান্ত করা হচ্ছে, শীঘ্রই কাজ শুরু হবে।”

আরও পড়ুন – গৃহনির্মাণে উত্তরপ্রদেশকে হারিয়েছে বাংলা

শিবপুর শ্মশানের প্রবেশ ও বাহির পথে প্রায় সবসময়ই বেশ কিছু ট্রাক, লড়ি দাঁড় করিয়ে রাখা হয়। এতে কিছুক্ষেত্রে সমস্যাতেও পড়তে হয় শ্মশান যাত্রীদের। এই বিষয়ে ইতিমধ্যেই হাওড়া জেলার নগরপালকে চিঠি দিয়ে সমস্যা সমাধানের আবেদন জানিয়েছেন বিধায়ক নন্দিতা চৌধুরী।

Latest article