৩২ বছরে প্রয়াত ভারতীয় বংশোদ্ভূত স্ট্যান্ড আপ কমেডিয়ান নীল নন্দা

ক্রিসমাসের ঠিক আগে বিশ্বজুড়ে যখন সাজো সাজো রব তখনই জনপ্রিয় কমেডিয়ান নীল নন্দার (Neel Nanda) মৃত্যুর খবর বিনোদন জগতে শোকবার্তা বয়ে এনেছে

Must read

যিনি সবার মুখে হাসি ফোটাতেন সেই মানুষটার হাসি বন্ধ হয়ে গেল মাত্র ৩২ বছর বয়সে। ক্রিসমাসের ঠিক আগে বিশ্বজুড়ে যখন সাজো সাজো রব তখনই জনপ্রিয় কমেডিয়ান নীল নন্দার (Neel Nanda) মৃত্যুর খবর বিনোদন জগতে শোকবার্তা বয়ে এনেছে। জানা যাচ্ছে, আত্মহত্যা করেছেন ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন কমেডিয়ান। নিউ ইয়র্কে মৃত্যু হয়েছে নীলের।

আরও পড়ুন-ধর্ষ.ককে শনাক্ত করল স্নিফার কুকুর, নিম্ন আদালতে মৃত্যু.দণ্ড পেলেও বেকসুর খালাস করল হাইকোর্ট

শুধু স্ট্যান্ড আপ কমেডি নয়, অভিনেতা হিসাবেও কাজ করেছেন নীল। ‘কমেডি সেন্ট্রাল’, এমটিভি, ভাইসল্যান্ড, হুলু-র মতো প্ল্যাটফর্মের বহু জনপ্রিয় কমেডি শো-তে নীলকে দেখা গিয়েছে। আটলান্টায় থাকতেন নীল। তরুণ প্রজন্মের কাছে তাঁর কমেডি শো ‘Unnecessary Evil’ বেশ জনপ্রিয়। কিন্তু এত সাফল্যের পরেও কেন নিজেকে এভাবে শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিলেন নীল, সেটা এখনও জানা যায় নি। নীল নন্দার মৃত্যু নিয়ে মুখ খোলেনি পরিবার।

আরও পড়ুন-ঘোড়ায় চড়ে মন্দিরে চু.রি যোগীরাজ্যে

উল্লেখ্য, ২০১৩ সালে শোবিজের জগতে আসেন নীল নন্দা। এবিসির জনপ্রিয় শো, ‘জিমি কিমেল লাইভ’-এও ছিলেন নীল। আমাজন প্রাইম ভিডিয়োর ইনসাইড জোক এবং হুলু-র কামিং টু দ্য স্টেজে কমেডিয়ান নিজের কর্মদক্ষতা দেখিয়েছেন। নীলের বন্ধু ম্যাট রিফে লিখেছেন, ‘শান্তিতে ঘুমিও, তুমি আমার দেখা অন্যতম ভালো মানুষ, পরিশ্রমী কমেডিয়ান যাকে আমি নিজের বন্ধু বলেছিলাম, আশা করি তুমি ওপারে শান্তি খুঁজে পাবে’।

Latest article