শহর পরিচ্ছন্ন রাখতে নয়া উদ্যোগ পুরসভায়

বিষয়টি নিয়ে ইতিমধ্যে পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষের অনুমতি পাওয়া গিয়েছে। শিগগিরই কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

Must read

প্রতিবেদন : বিশাল শহর কলকাতা, বিপুল মানুষের চাপ। তার জেরেই শহরে জঞ্জাল এক বড় মাথাব্যথার কারণ। মুম্বই ও চেন্নাইয়ের পরেই জঞ্জালের পরিমাণে কলকাতার স্থান। শহর পরিচ্ছন্ন রাখতে বর্জ্য নিয়ন্ত্রণ নিয়ে বড়সড় উদ্যোগ নিল কলকাতা পুরসভা। বর্জ্য প্রক্রিয়াকরণে তারা আধুনিক ব্যবস্থা আনতে চলেছে। শহরকে জঞ্জালমুক্ত করতে এটি হবে বড়সড় পদক্ষেপ। এর জন্য ৫৮ নম্বর ওয়ার্ডে একটি জায়গা ঠিক করা হয়েছে। সেখানেই আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প গড়ে উঠবে।

আরও পড়ুন-নির্বাচিত সরকারকে গুরুত্বহীন করতে বিজেপির ব্লুপ্রিন্ট ফাঁস

বিষয়টি নিয়ে ইতিমধ্যে পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষের অনুমতি পাওয়া গিয়েছে। শিগগিরই কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। তবে ওখানে কিছু কৃষিকাজ হয় এবং কিছু ভেড়িও রয়েছে। তাদের নতুন আয়ের ব্যবস্থা নিয়ে ভাবনাচিন্তাও করছে পুরসভা। বাসন্তী হাইওয়ের ধারে ৭৩ হেক্টর জমিতেই গড়ে তোলা হবে প্রকল্পটি। ধাপার মাঠ নয়, শহরের সমস্ত এলাকার জঞ্জাল এখানে এনে প্রক্রিয়াকরণ হবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে। জঞ্জাল থেকে গ্যাস উৎপাদন করার পরিকল্পনাও রয়েছে। আবাসন, হাসপাতাল, বেসরকারি স্কুল এবং কলেজে জঞ্জাল নিয়ে আগেই কড়াকড়ি করেছে কলকাতা পুরসভা। শহরকে পরিচ্ছন্ন রাখতে বদ্ধপরিকর কলকাতার পুর কর্তৃপক্ষ। তাই যত দ্রুত সম্ভব এটি রূপায়িত হবে বলে জানা গিয়েছে পুরসভা সূত্রে।

Latest article