বেআইনি প্রাসাদ, জরিমানা নেইমারের

Must read

রিও ডি জেনেইরো, ৪ জুলাই : তাঁর বিরুদ্ধে পরিবেশ-বিধি ভাঙার অভিযোগ উঠেছিল আগেই। এবার সাজা হিসাবে ১৬ মিলিয়ন রিয়া জরিমানা হল ব্রাজিল ফুটবলের মহাতারকা নেইমারের (Neymar- mansion)। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২৮.৬ কোটি টাকা।
দক্ষিণ ব্রাজিলের (South Brazil) সমুদ্র তীরবর্তী অঞ্চলে প্রাসাদ বানিয়েছিলেন নেইমার। কিন্তু এই প্রোজেক্টে তিনি পরিবেশ-বিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ। তাঁর এই বিশাল কর্মকাণ্ডে একটি লেকের গতিমুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে টাটকা জলের সরবরাহ ব্যাহত হয়েছে। বালি-পাথরের যথেচ্ছ ব্যবহার হয়েছে বলেও খবর।
গতমাসেই স্থানীয় প্রশাসন বিষয়টি নজরে এনেছিল। চলতি সপ্তাহের গোড়ায় তারা বিষয়টি স্পষ্ট করেছে। জায়গাটি রিওর দক্ষিণে সমুদ্র তীরে মাঙারাতিবা অঞ্চল। এখানকার প্রশাসন এক বার্তায় জানিয়েছে, নেইমারের (Neymar- mansion) প্রাসাদে কৃত্রিম লেক বানানো হয়েছিল। জরিমানা ছাড়াও ব্যাপারটা এবার স্থানীয় অ্যাটর্নি জেনারেল অফিস, পুলিশ, পরিবেশ রক্ষা অফিস-সহ প্রশাসনের নানা স্তরে উঠবে। নেইমারের মুখপাত্র অবশ্য বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

আরও পড়ুন- মুখ্য নির্বাচক আগারকর

Latest article