অ্যাকটিভ কেস বাড়ছে

Must read

নয়াদিল্লি : করোনা নিয়ে নিশ্চিন্তে থাকার কোনও উপায় নেই। সংক্রমিতের হার যেভাবে বাড়ছে তাতে চতুর্থ ঢেউ নিয়ে যে আশঙ্কা করা হচ্ছিল তা বাড়তে চলেছে। গত কয়েকদিন ধরে দেশে ১৭ হাজারেরও বেশি করোনা ভাইরাসের (Coronavirus) দৈনিক সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯২ জন। বাড়ছে পজিটিভিটির হার। দৈনিক সংক্রমণের পাশাপাশি বাড়ছে অ্যাকটিভ কেসও (Coronavirus Active Case)। বর্তমানে দেশে করোনা পজিটিভ রোগী বেড়ে হয়েছে ১ লক্ষ ৯ হাজার ৫৬৮। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২৯ জন। দেশে এই নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ১৬৮ জনের। চিকিৎসকরা করোনা পরীক্ষায় জোর দেওয়ার পাশাপাশি মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করার কথাও বারবার বলছেন।

আরও পড়ুন: মণিপুরে বাড়ছে মৃত্যু

Latest article