হাইকোর্টে রামধাক্কা বিরোধী দলনেতার

কাঁথি থানার পুলিশ সেই নোটিশ পৌঁছে দিয়েছিল বিরোধী দলনেতার কাছে। তিনি এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দ্বারস্থ হন হাইকোর্টের

Must read

প্রতিবেদন : পঞ্চায়েত ভোটের ঠিক আগের দিনই হাইকোর্টে আবার বড় ধাক্কা খেলেন বিরোধী দলনেতা। নির্বাচন কমিশনের নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে তাঁর দায়ের করা মামলা শুক্রবার সরাসরি খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন নোটিশ দিয়েছিল, ভোটের দিন নিজের এলাকার বাইরে কোথাও যেতে পারবেন না তিনি। যেখানকার ভোটার সেখানেই থাকতে হবে তাঁকে। অর্থাৎ নন্দীগ্রামের বাইরে পা রাখতে পারবেন না তিনি।

আরও পড়ুন-আজ গ্রাম বাংলায় গণতন্ত্রের উৎসব

কাঁথি থানার পুলিশ সেই নোটিশ পৌঁছে দিয়েছিল বিরোধী দলনেতার কাছে। তিনি এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দ্বারস্থ হন হাইকোর্টের। বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, কমিশনের নির্দেশই বহাল থাকবে। এর মধ্যে কোনও ভুল নেই। আদালত হস্তক্ষেপ করবে না। নিজের এলাকা ছেড়ে যেতে পারবেন না তিনি। আদালতের নির্দেশে স্পষ্ট, ভোটগ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে নিজের নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করতে পারবেন না তিনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদালতে জানানো হয় এই নোটিশ দেওয়া হয়েছে সব রাজনৈতিক দলের নেতাদেরই

Latest article