জোড়া ঘূর্ণাবর্ত, বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা অম্বিকাপুর চাঁদবালি হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত

Must read

প্রতিবেদন : বড় দুর্যোগ ঘনিয়ে আসছে কলকাতা-সহ গাঙ্গেয় উপকূলে। জানিয়েছে হাওয়া অফিস। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে অবস্থান করছে দক্ষিণ ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। যার জেরে জোড়া ফলায় রাজ্যজুড়ে বৃষ্টি বাড়বে, এমনটাই বলা হয়েছে পূর্বাভাসে। এই মুহূর্তে দুটি সিস্টেম রয়েছে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে, সেটি ওড়িশার অভিমুখে রয়েছে।

আরও পড়ুন-স্নায়ুর জটিল রোগ গবেষণায় অনুদান

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা অম্বিকাপুর চাঁদবালি হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই দুটো সিস্টেম ওড়িশার উপরে অবস্থান করায় প্রচুর জলীয় বাষ্প ঢুকবে ওড়িশার দিকে। যেহেতু দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে সিস্টেম তাই ওড়িশা, ছত্তিশগড় এবং তেলেঙ্গানাতে বৃষ্টি বেশি হবে। যেহেতু দুটি সিস্টেমই দক্ষিণ দিকে রয়েছে তাই খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। আগামী ৪-৫ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় ‘পাসিং শাওয়ার’-এর মতো বৃষ্টি হতে পারে।

Latest article