বিজেপির দ্বিতীয় ব্যাপম কেলেঙ্কারি

প্রধানমন্ত্রী ভণ্ডামির জোট বৈঠকে বিরোধীদের দিকে আঙুল তুলছেন। কিন্তু দুর্নীতির কেলেঙ্কারিতে বিজেপি যে কর্দমাক্ত তা চোখে পড়ছে না

Must read

প্রতিবেদন : প্রধানমন্ত্রী ভণ্ডামির জোট বৈঠকে বিরোধীদের দিকে আঙুল তুলছেন। কিন্তু দুর্নীতির কেলেঙ্কারিতে বিজেপি যে কর্দমাক্ত তা চোখে পড়ছে না। আবার সেই মধ্যপ্রদেশ। দ্বিতীয় ব্যাপম কেলেঙ্কারি। রাজ্যের রাজস্ব বিভাগে কর্মী নিয়োগের পরীক্ষা ছিল গত এপ্রিলে। ফলও প্রকাশ হয়ে গিয়েছে। তাতে দেখা যাচ্ছে, প্রথম ১০ জন শীর্ষ স্থানাধিকারীর মধ্যে ৭ জন একই পরীক্ষাকেন্দ্রের। কোন পরীক্ষাকেন্দ্র? যে পরীক্ষাকেন্দ্রের মালিক বিজেপি বিধায়ক। ১০ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে তৃতীয় হয়েছেন পুনম রাজাওয়াত।

আরও পড়ুন-দু’বছর বয়সেই রেকর্ড, বিস্ময়-শিশু অভিমন্যুর

একটি ওয়েবসাইটে সাক্ষাৎকার দিতে গিয়ে বলতেই পারেননি কোন কোন বিষয়ে পরীক্ষা দিয়েছেন। কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চাইলে উলটোপালটা বলেন। বোঝা যায় বিরাট ঘোটালা এই পরীক্ষা ঘিরে। আরও এক ব্যাপম কেলেঙ্কারি। ১০ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পর ৯ হাজার জনকে তালিকাভুক্ত করা হয়েছে। কীভাবে করা হয়েছে তা পরিস্কার। অর্থ আর বিজেপি বিধায়কের দৌরাত্মে লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ ধ্বংস করা হয়েছে। প্রধানমন্ত্রীর সৎ সাহস থাকলে দ্বিতীয় এই ব্যাপম কেলেঙ্কারির জবাব দেবেন। বাংলার বুকে যে বা যারা কিংবা যে সমস্ত প্রতিষ্ঠান দুর্নীতি নিয়ে সকাল-বিকেল ক্যানেস্তারা পেটান, এবার তারা অন্তত চক্ষলজ্জার জন্য প্রকাশ্যে বলুন কেলেঙ্কারির কথা।

Latest article