নেত্রীর ইন্ডিয়া, মেনে নিলেন সকলে

মূলত এখন এজেন্সি রাজনীতি, মূল্যবৃদ্ধি, বেসরকারীকরণ, বেরোজগারি এই ইস্যুগুলিকে তুলে ধরে প্রচার চালানো হবে।

Must read

প্রতিবেদন : বেঙ্গালুরু বৈঠকে বিরোধী জোটের নামকরণের ক্ষেত্রে একাধিক প্রস্তাব এলেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নামেই সিলমোহর দিলেন বিরোধী জোটের নেতা-নেত্রীরা। প্রায় চার ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে সেই নাম ঘোষণা করা হল— ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া)। লক্ষ্য, ২০২৪-এর লোকসভা ভোট। দেশ থেকে বিজেপিকে হঠাৎ ২৬ দলের বিরোধী জোট এখন জমজমাট।

আরও পড়ুন-দু’বছর বয়সেই রেকর্ড, বিস্ময়-শিশু অভিমন্যুর

মঙ্গলবারের বৈঠকের পর জোটের তরফে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠক ২৬টি দল মিলে সর্বসম্মতভাবে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে— ১. এখন থেকে ২৬টি দল এক হয়ে লড়াই চালাবে। ২. অভিন্ন ন্যূনতম কর্মসূচি তৈরি হচ্ছে। ৩. ১১ সদস্যের কো-অর্ডিনেশন কমিটি তৈরি করা হবে। কারা সদস্য হবেন তা মুম্বইয়ের বৈঠকে ঠিক হবে। ৪. পরবর্তী বৈঠক হবে মুম্বইয়ে। ৫. পাঁচ রাজ্যের ভোটকে সামনে রেখে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট পলিসি তৈরি হবে। এক-একটি রাজ্যের জন্য এক-একটি কৌশল তৈরি করবে ইন্ডিয়া। ৬. দিল্লিতে একটি কেন্দ্রীয় সচিবালয় তৈরি হবে।

আরও পড়ুন-একুশের সমাবেশ স্মরণীয় করতে ঝাঁপাল পুরুলিয়া

যেখান থেকে প্রচার-সহ ইন্ডিয়ার আরও অন্যান্য কাজকর্ম চালানো হবে। ৭. সংসদের আসন্ন বাদল অধিবেশন থেকে ইন্ডিয়া তার শক্তি বোঝাতে শুরু করবে। ফ্লোর কো-অর্ডিনেশন করে সংসদের ভিতরে ও বাইরে একযোগে বিভিন্ন জনবিরোধী ইস্যুতে শামিল হবেন তাঁরা। মূলত এখন এজেন্সি রাজনীতি, মূল্যবৃদ্ধি, বেসরকারীকরণ, বেরোজগারি এই ইস্যুগুলিকে তুলে ধরে প্রচার চালানো হবে।

Latest article