পাক ম্যাচে সেরা ফর্মে থাকতে হয়, বললেন বিরাট

বিরাট নিজে এই মুহূর্তে একদিনের ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছে। গত ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত ১৩টি একদিনের ম্যাচে বিরাটের মোট রান ৫৫৪

Must read

কলম্বো, ৩১ অগাস্ট : ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি। তাঁর সাফ কথা, পাক বোলারদের বিরুদ্ধে সব সময় নিজের সেরাটাই দিতে হয়। শনিবার পাকিস্তান ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত। তার আগে বিরাট বলছেন, পাকিস্তানের প্রধান শক্তি বোলিং। ওদের এমন কয়েকজন বোলার রয়েছে, যারা যে কোনও সময় ম্যাচের রং পাল্টে দিতে পারে। তাই ওদের বিরুদ্ধে ক্রিজে গিয়ে নিজের সেরাটাই দিতে হয়। নইলেই বিপদে ফেলে দেবে।

আরও পড়ুন-বক্তৃতা থামিয়ে অসুস্থ বালকের সেবা সায়নীর

বিরাট নিজে এই মুহূর্তে একদিনের ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছে। গত ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত ১৩টি একদিনের ম্যাচে বিরাটের মোট রান ৫৫৪। গড় ৫০.৩৬। কিং কোহলি বলছেন, আমি একটাই চেষ্টা করে যাই। কীভাবে নিজের খেলায় আরও উন্নতি করা যায়। এরজন্য প্রতিদিন, প্রতিটি প্র্যাকটিস সেশনে নিজেকে উজাড় করে দিই। প্রত্যেক বছর, প্রত্যেক মরশুমে এই প্রচেষ্টা চালিয়ে যাই। আর এই পরিশ্রমই আমাকে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার এবং দলকে সাহায্য করার কাজে লাগে। বিরাট আরও যোগ করেছেন, এই মানসিকতা না থাকলে মনে হয় না এতদিন ধরে ধারাবাহিকতা ধরে রাখতে পারতাম। কারণ পারফরম্যান্স করে যাওয়াই যদি আপনার একমাত্র লক্ষ্য হয়, তাহলে আপনি কখনও সন্তুষ্ট হবেন না। কঠোর পরিশ্রম চালিয়েই যাবেন।

Latest article