পঞ্চায়েতে বিনা লড়াইয়ে জেতা যাবে না : উদয়ন

একেবারে বৈপ্লবিক ঘোষণা করলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ।

Must read

সংবাদদাতা, দিনহাটা : একেবারে বৈপ্লবিক ঘোষণা করলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। এক জনসভায় প্রকাশ্যেই বললেন, ‘কোনও পঞ্চায়েত সদস্য আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট না করে কেউ জিততে পারবেন না। প্রতিটি জায়গায় ভোট হবে। মানুষ তাঁর পছন্দের লোককে পঞ্চায়েত করবে। আর আমরা তাঁকেই টিকিট দেব।’ শুক্রবার সন্ধ্যায় একথা বলেন উদয়ন দিনহাটা ২ নম্বর ব্লকের বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের সবুজপল্লি উচ্চ বিদ্যালয়ের মাঠে তৃণমূল কংগ্রেস আয়োজিত জনসভায়।

আরও পড়ুন-বছরের প্রতিটি দিবসই মে দিবস

সভায় বক্তব্য পেশ করতে গিয়ে উদয়ন আরও বলেন, ‘আমরা রাজনীতি করি, মানুষের কল্যাণে কাজ করবার জন্য। নিজের পকেট ভরাবার জন্য রাজনীতির কাজ নয়।’ জনসভায় উদয়ন ছাড়াও ছিলেন তৃণমূল কংগ্রেসের বড়শাকদল অঞ্চল সভাপতি কমলচন্দ্র বর্মন, গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস দাস প্রমুখ। জনসভায় উদয়ন জানান, ‘আগামী বছর গ্রামপঞ্চায়েত নির্বাচন। আমরা ইতিমধ্যে বলে দিয়েছি, কোনও পঞ্চায়েত সদস্য আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট না করে কেউ জিততে পারবেন না। প্রতিটি জায়গায় ভোট হবে। মানুষ তাঁর পছন্দের লোককে নির্বাচিত করবেন। আমরা তাঁকেই টিকিট দেব, তাঁকেই প্রার্থী করব, যিনি মানুষের সঙ্গে যোগ রাখেন। মানুষ আসবে দুয়ারে সরকারে, আর পার্টিকর্মীরা মানুষের দুয়ারে যাবে মানুষের সুখ-দুঃখের খবর নিতে। সরকারের যে প্রকল্প পাড়ায় সমাধান, তার মাধ্যমেই আপনাদের সমস্যাগুলো যাতে দ্রুত সমাধান করা যায়, সেদিকে আমরা লক্ষ্য রাখব।’

Latest article