শান্তিতেই মনোনয়ন, বিচ্ছিন্ন ঘটনা নিয়ে মিডিয়ার কুৎসা

Must read

প্রতিবেদন: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দিন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে গণতন্ত্রের উৎসব শুরু হয়ে গিয়েছে। শুক্রবার সকাল থেকে শুরু হয়ে গিয়েছে। মনোনয়নপত্র (Panchayat Election) জমা দেওয়ার পর্ব। ২৪ ঘন্টা পেরিয়ে শান্তিপূর্ণ ভাবে চলছে মনোনয়ন জমা দেওয়ার কাজ। তৃণমূল থেকে বিরোধী সব দলই মনোনয়ন পত্র জমা দিচ্ছে। এরই মধ্যে বিক্ষিপ্ত ভাবে দু’একটি জায়গা থেকে ছোটখাটো অশান্তির খবর এসেছে। বেশির ভাগ জায়গাতেই নয় বিরোধীরা গন্ডগোল পাকাচ্ছে অথবা গন্ডগোল পাকানোর প্ররোচনা দিচ্ছে। পুলিশ, প্রশাসন সতর্ক থাকায় গন্ডগোল কোথাও বড় আকার ধারণ করেনি। তবে সংবাদমাধ্যমের একাংশ এই সব ছোট ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসায় নেমে পড়েছে। কিছু এলাকা থেকে বিরোধী দলগুলির বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে। এই গন্ডগোলের প্রেক্ষীতে কমিশন জেলাশাসকদের কাছে রিপোর্ট তলব করেছে। সেই সঙ্গে গোটা ঘটনা নিয়ে রাজ্যপালকে অবহিত করেছেন রাজ্য নির্বাচন কমিশনার।

আরও পড়ুন: ‘অপরাধের দৃশ্য পুনর্নির্মাণ’ টুইট করে ব্রিজভূষণ সিংয়ের ওপর ক্ষোভ উগরে দিলেন সাকেত গোখলে

Latest article