এক মঞ্চে পাওয়ার-মোদি, মারাঠা রাজনীতিতে জল্পনা

রহস্যে মোড়া ‘মারাঠা রাজনীতি’। একদিকে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে গদিচ্যুত করতে গঠিত হয়েছে মহাজোট ইন্ডিয়া।

Must read

প্রতিবেদন : রহস্যে মোড়া ‘মারাঠা রাজনীতি’। একদিকে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে গদিচ্যুত করতে গঠিত হয়েছে মহাজোট ইন্ডিয়া। এই জোটের অন্যতম মুখ এনসিপি প্রধান শারদ পাওয়ার। তাঁকেই মঙ্গলবার দেখা গেল প্রধানমন্ত্রীকে পুরস্কার প্রদান মঞ্চে। যেখানে মোদির পাশাপাশি দেবেন্দ্র ফড়নবিশ, অজিত পাওয়ারদের সঙ্গে মঞ্চ ভাগ করে নিলেন শারদ পাওয়ার। স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রবীণ নেতার অবস্থান ঘিরে আরও একদফা প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনায় সরব হয়েছে মহারাষ্ট্রে তাঁর জোটসঙ্গী শিবসেনা।

আরও পড়ুন-বন্যা আটকাতে দিল্লি চলুন

বর্তমানে মহারাষ্ট্র সফরে রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখানেই মোদির হাতে তুলে দেওয়া হয় লোকমান্য তিলক পুরস্কার। এই মঞ্চে উপস্থিত ছিলেন, একনাথ শিন্ডে, দেবেন্দ্র ফড়নবিশ সহ মহারাষ্ট্র বিজেপির শীর্ষ নেতারা। ছিলেন অজিত পাওয়ারও। তবে সকলকে চমকে দিয়ে সেখানে দেখা যায় বিরোধী জোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ এনসিপি প্রধান শারদ পাওয়ারকে। বিষয়টি নিয়ে সরব হয় শিবসেনা। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, এক মাস আগে এনসিপিকে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী। সেই দুর্নীতি নিয়ে আক্রমণের পর খোদ ‘দুর্নীতিগ্রস্ত’ অজিত পাওয়ার গোষ্ঠীর এনসিপি নেতারা বিজেপির হাত ধরেছেন। আর আজ সেই মঞ্চে দেখা যাচ্ছে শারদ পাওয়ারকেও। এর ব্যাখ্যা দিতে হবে প্রধানমন্ত্রীকে। হয় প্রধানমন্ত্রী বলুন যে এনসিপি ও শিবসেনার বিরুদ্ধে দুর্নীতির সব অভিযোগ মিথ্যা, নয় স্বীকার করে নিন তিনি দুর্নীতির সঙ্গে আপস করেন।

আরও পড়ুন-মুলারের গোলের রেকর্ড টপকালেন রোনাল্ডো

শারদ পাওয়ারের আচরণের তীব্র নিন্দা করা হয়েছে শিবসেনা মুখপাত্র ‘সামনা’তেও। মোদির সঙ্গে পাওয়ারের মঞ্চ ভাগ করার জেরে তোপ দেগে লেখা হয়েছে, একদিকে যখন দেশে দ্বিতীয়বার স্বাধীনতার লড়াই চলছে, তখন মানুষ শারদ পাওয়ারের মতো সিনিয়র নেতাদের কাছ থেকে ভিন্ন আচরণ আশা করে। নেতারা প্রধানমন্ত্রীর সাথে মঞ্চ ভাগ করবেন আর এনসিপি কর্মীরা তাঁকে কালো পতাকা দেখাবেন! এটা নিশ্চিতভাবেই অত্যন্ত জটিল পরিস্থিতি। একইসঙ্গে লেখা হয়, পাওয়ার বলেছেন তিনি মারাঠা মুখ এবং আশার আলো। তাই তাঁর কাছ থেকে ভিন্ন আচরণ আশা করা হয়েছিল। দেশ মোদির ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে ‘ইন্ডিয়া’।

Latest article