দিনের কবিতা

Must read

লক্ষ্মীর ভাণ্ডার

মা বোনেরা মোদের গর্ব
মোদের শরীরের ডালপালা,
দিনে-রাতে-শয়নে-স্বপনে
বহতা নদীর খেলা।
তুমি মোদের ঘরের লক্ষ্মী
তুমি মোদের সর্বোচ্চ মহীরুহ,
তুমি মোদের বিশ্বাস,
আমার লক্ষ্মী শয়নে স্বপনে
স্বর্ণধানের আশ্বাস।
তুমিই সন্ধ্যা তারা—
তুমিই স্বর্গ, তুমিই মর্ত,
জীবনের ধ্রুবতারা।

তুমি মোদের ঘরের লক্ষ্মী
বিদ্যায় সরস্বতী,
তুমি সুর আঙিনায় প্রদীপ
তুমি তুলসীতলার বাতি।
বৈশাখ মাসে তুমি বৈশাখী।
জ্যৈষ্ঠ মাসে বরিষ্ঠা
আষাঢ় মাসে আষাঢ় প্লাবনী
শ্রাবণ মাসে শ্রেষ্ঠা।
ভাদ্রমাসে তুমি জল নিকেতন
আশ্বিনে শিউলি মন,
কার্তিক-অগ্রহায়ণে তুমি নবান্ন
পৌষ মাসে পিঠেপুলির দর্শন।
ফাগুন মাসে পলাশের রঙে
উজ্জ্বল তোমায় লাগে
চৈত্রের সকালে উড়ুউড়ু সাজ
নতুনের দীপ্ততা আনে।
তুমি মা লক্ষ্মী মনের সকাল
ভাতঘুমে দেখ স্বপ্ন,
তোমার গুণের নেইকো তুলনা
বিকালের বৈচিত্রে অনন্যা।
তুমি সন্ধ্যার সাঁঝতারা মা-গো
সাজো আপন সাজে,
তুমি না থাকলে বিশ্ব মিথ্যা
জীবনকে পাই না খুঁজে।
লক্ষ্মীর ভাণ্ডার তোমার অলঙ্কার
অহংকারের বীণা বাজাও—
মেয়েরা মোদের সূর্যের রশ্মি,
নতুন প্রাণের নব উদ্যোগ
মৈত্রী-শান্তি জাগাও।

আরও পড়ুন-আজ অভিষেক মেঘালয় যাবেন

Latest article