পুজোয় নিরাপত্তা বাড়াতে পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপ

পুলিশ সূত্রে জানা যায়, নিরাপত্তা বিষয়ে কোনও সমস্যা হলেই সঙ্গে সঙ্গে পুলিশকে তা জানানোই এই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার উদ্দেশ্য

Must read

সংবাদদাতা, কাটোয়া : উৎসবের মুখে ব্যাঙ্ক, পেট্রল পাম্প ও সোনার দোকানের নিরাপত্তার বিষয় মাথায় রেখে কালনা মহকুমা পুলিশের উদ্যোগে খোলা হল হোয়াটসঅ্যাপ গ্রুপ। পাশাপাশি কালনা এলাকার বিভিন্ন সোনার দোকানের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শন করলেন কালনার এসডিপিও সপ্তর্ষি ভট্টাচার্য, সার্কেল ইন্সপেক্টর উত্তম মণ্ডল এবং কালনা থানার ওসি দেবাশিস নাগ।

আরও পড়ুন-দুর্নীতির অভিযোগে গ্রেফতার চন্দ্রবাবু, বিজেপি-ঘনিষ্ঠ দু’দলের দ্বন্দ্ব চরমে

নিরাপত্তা জোরদার করতে কালনা শহরের পুরশ্রী সভাগৃহে ব্যাঙ্ক, পেট্রল পাম্প ও সোনার দোকানের মালিকদের নিয়ে একটি বৈঠকও করা হয় পুলিশের তরফে। সেখানে সিসি ক্যামেরা যাতে সবসময় চালু থাকে বা ঠিকঠাক কাজ করে সে ব্যাপারে সচেতন করা হয়। সেই সঙ্গে নিরাপত্তারক্ষী নিয়েও বেশ কিছু পরামর্শ দেওয়া হয় বলে জানান কালনার এসডিপিও সপ্তর্ষি ভট্টাচার্য। পুলিশ সূত্রে জানা যায়, নিরাপত্তা বিষয়ে কোনও সমস্যা হলেই সঙ্গে সঙ্গে পুলিশকে তা জানানোই এই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার উদ্দেশ্য।

Latest article