হার্দিকের প্রশংসা শচীন-সৌরভেরও

গত বছর টি-২০ বিশ্বকাপে হারের বদলা দারুণভাবে নিয়েছেন রোহিত শর্মা অ্যান্ড কোং। টিম ইন্ডিয়ার এই জয়ে শচীন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়

Must read

নয়াদিল্লি, ২৯ অগাস্ট : টানটান উত্তেজনার মধ্যে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছে ভারত। গত বছর টি-২০ বিশ্বকাপে হারের বদলা দারুণভাবে নিয়েছেন রোহিত শর্মা অ্যান্ড কোং। টিম ইন্ডিয়ার এই জয়ে শচীন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশেষ করে, প্রবল চাপের মুখেও ভারতীয় দল যেভাবে মাথা ঠান্ডা রেখে পারফর্ম করেছে, তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন উচ্ছ্বসিত দুই প্রাক্তন ভারত অধিনায়ক।

আরও পড়ুন-আক্রান্ত তৃণমূল

শচীন ট্যুইট করেছেন, ‘‘চাপের মুখে ভাল বোলিংয়ের জন্য ফাস্ট বোলারদের ফিটনেসের তুঙ্গে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের বোলাররা সেটা করতে পেরেছে।’’ মাস্টার-ব্লাস্টার আরও লিখেছেন, ‘‘হার্দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। আমাদের জিতিয়েছে। ওকে খুব ভাল সাহায্য করল বিরাট এবং জাদেজা।’’ অন্যদিকে, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ ট্যুইট করেছেন, ‘‘এশিয়া কাপের শুরুতেই ভারতের জন্য দারুণ রেজাল্ট। কঠিন পরিস্থিতিতেও গোটা দল সংযত থাকতে পেরেছে।’’ ট্যুইট করে ভারতীয় দলকে অভিনন্দন জানান আরেক প্রাক্তনী বীরেন্দ্র শেহবাগও। তিনি লিখেছেন, ‘‘অসাধারণ হার্দিক পান্ডিয়া। একাই দায়িত্ব নিয়ে দলকে জেতাল। ভুবনেশ্বরও দুর্দান্ত পারফরম্যান্স করল। ভাল সাহায্য করল জাদেজা ও বিরাটও। অনেকদিন পর ভারত-পাকিস্তানের একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ দেখলাম।’’

Latest article