বেজিংয়ে বিক্ষোভ ‘একনায়ক’ জিনপিংয়ের বিরুদ্ধে অসন্তোষ

জানা গিয়েছে, রাজধানী বেজিংয়ের বিভিন্ন সড়কে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা।

Must read

প্রতিবেদন : চিনের কমিউনিস্ট পার্টির কংগ্রেসের একদিন আগেই দেশে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন প্রেসিডেন্ট শি জিনপিং। সংবাদসংস্থা বিবিসি জানিয়েছে, একদিকে যখন ঘটা করে চিনা কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস হচ্ছে তখনই বেজিংবাসীদের মধ্যে একনায়কতান্ত্রিক সরকারের বিরুদ্ধে হতাশা তীব্র হচ্ছে। সেই ক্ষোভ থেকেই দেশের প্রধান শাসকের বিরুদ্ধে এই বিক্ষোভ।

আরও পড়ুন-দেশের সরকারি সংস্থার গুদামে গম ও চালের মজুত ৫ বছরে সর্বনিম্ন

বিষয়টি আরও উল্লেখযোগ্য একারণে যে চিনে এমন বিক্ষোভের ঘটনা বিরল। জানা গিয়েছে, রাজধানী বেজিংয়ের বিভিন্ন সড়কে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। রাজধানীর বিভিন্ন এলাকায় জিনপিংয়ের নিন্দা করে ব্যানার ঝোলানো হয়েছে। সেদেশের সোশ্যাল মিডিয়ায় ওই সমস্ত ব্যানার, পোস্টার ও বিক্ষুব্ধ জনতার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তবে শাসকদলের এই সম্মেলনের কারণে পুলিশ দ্রুত রাস্তার ধার থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে। খুলে দিয়েছে বেশিরভাগ ব্যানার ও পোস্টার।

আরও পড়ুন-মন্দার কবলে মার্কিন অর্থনীতি, সেপ্টেম্বরেও মূল্যবৃদ্ধি অব্যাহত

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, আন্দোলনকারীদের একটি ব্যানারে লেখা আছে, আমরা আর কোভিড টেস্ট চাই না। আমরা খেয়ে পরে বাঁচতে চাই। আর লকডাউন নয়, এবার আমাদের স্বাধীনভাবে চলাফেরা করতে দেওয়া হোক। অন্য একটি ব্যানারে লেখা ছিল, স্বৈরতান্ত্রিক, বিশ্বাসঘাতক শি জিনপিংকে উৎখাত করতে আমরা তীব্র প্রতিরোধ গড়ে তুলব। চিনে শাসক দলের প্রধানের বিরুদ্ধে এ ধরনের পোস্টার-ব্যানার, আন্দোলন কার্যত কল্পনাতীত। এই কংগ্রেসের মাধ্যমেই আরও একদফা চিনের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জিনপিং।

Latest article