চারের লড়াইয়ে ধোনি বনাম শিখর

Must read

চেন্নাই, ২৯ এপ্রিল : দু’টি দলই আইপিএলে নিজেদের শেষ ম্যাচ হেরেছে। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস জিততে পারেনি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। অন্যদিকে, শিখর ধাওয়ানের পাঞ্জাব কিংস হেরেছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। লিগ টেবলে চার নম্বরে রয়েছে সিএসকে (১০ পয়েন্ট)। চারটি জয়ে ছ’নম্বরে রয়েছে পাঞ্জাব (৮ পয়েন্ট)। ধোনিদের (CSK vs Punjab Kings) কাছে সুযোগ রয়েছে জিতে প্রথম চারে জায়গা ধরে রাখার। পাশাপাশি পাঞ্জাবের (CSK vs Punjab Kings) কাছে সুযোগ রয়েছে সিএসকে-র বিরুদ্ধে জিতে প্রথম চারে উঠে আসার। এমনই একটা পরিস্থিতিতে রবিবার দিনের প্রথম ম্যাচে দু’টি দল পরস্পরের মুখোমুখি হচ্ছে। খেলা দুপুর সাড়ে তিনটে থেকে।
চিপকে ঘরের মাঠে কার্যত অপ্রতিরোধ্য ধোনির দল। একমাত্র রাজস্থানের কাছেই তারা হেরেছে। তাদের বিরুদ্ধে শেষ ম্যাচে পাওয়ার প্লে-তে দ্রুত রান তুলতে না-পারা এবং একইভাবে সেদিন ডেথ ওভারে বিপক্ষকে বাড়তি রান দিয়ে ফেলার খেসারত দিতে হয়েছে চেন্নাইকে। যা নিয়ে রাজস্থান ম্যাচের পর বিরক্তি প্রকাশও করেন ‘ক্যাপ্টেন কুল’। ঘরের মাঠে পাঞ্জাব ম্যাচে ভুল শুধরে নিতে চায় তারা।
পাঞ্জাবের ব্যাটিং-বোলিংয়ে ভারসাম্য থাকলেও পরিস্থিতির সুযোগ নিতে তারা ব্যর্থ। শুক্রবার মোহালিতে পাঞ্জাব বোলারদের ব্যর্থতায় লখনউ রেকর্ড রান তুলে ফেলে। বিপক্ষের আড়াইশো রানের চাপেই ম্যাচ থেকে ছিটকে যায় প্রীতি জিন্টার দল। চিপকে ধোনির ডেরায় তাই কঠিন পরীক্ষা ধাওয়ানদের।

আরও পড়ুন-কুস্তিগিরদের পাশে বাইচুং-সানিয়াও

Latest article